بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়।
>
>এ রাতে এবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন মুৃসল্লিরা।
>
>ইসলাম ধর্ম মতে, মহানবী হজরত মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের আরবী রজব মাসের ২৬ তারিখ রাতে হজরত জিবরাইল আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সপ্তম আকাশে আল্লাহর দিদার লাভ করেন।
>
>ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে।
>
>এ রাতেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন মহানবী (স:)।
>
>যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ বৃহস্পতিবার রাতে সারা দেশে পালিত হবে ১৪৪২ হিজরির সালের পবিত্র শবে মেরাজ।
>
>পবিত্র শবে মেরাজ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
>
>এছাড়া দেশব্যাপী সব মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াতসহ মুসলমানরা রাত জেগে ইবাদত-বন্দেগি করবেন।
>
>ধন্যবাদ সবাইকে পোষ্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 11, 2021)
|
315 Views
|