بسم الله الرحمن الرحيم
আসসালামুআলাইকুম। আশা করি মহান আল্লহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই।
আরবিতে
গইনের উচ্চারন কখনো গা
হতে পারেনা গইনের
উচ্চারন গ হবে। আর আশাদুল্লাহ
নামের আরবিতে উচ্চারন
আশাদুল্লাহ না হয়ে দুল্লহ
অর্থাৎ আশাদুল্লহ হবে।
কেমনে তাই তো। লামে
আল্লহর ডানে যদি যের থাকে
অর্থাৎ মনে করি লিল্লাহি
থাকে যেহেতু ল্ল এর আগে
যের আছে তাই লিল্লহি না
হয়ে লিল্লাহি হয়েছে। আর
মনে করি যদি আল্লহ থাকে
তাহলে আল্লাহ না হয়ে আল্লহ
হবে। কারন ল্ল এর আগে যবর
আছে তাই আল্লহ শব্দটিতে ল্লা
না হয়ে ল্লহ হবে অর্থাৎ
আল্লাহ না হয়ে আল্লহ হবে।
তেমনি আল্লহ না থেকে উল্লহ
থাকতো তাহলে উল্লাহ না
হয়ে উল্লহ হবে অর্থাৎ ল্লাহ
না হয়ে ল্লহ হবে। এদ্বারা
দারায় যে লামে আল্লহর
ডানে যবর আর পেশ থাকলে
ল্লাহ না হয়ে ল্লহ হবে। আর
যদি লামে আল্লহর ডানে যের
থাকলে লামে আল্লহ পাতলা
অর্থাৎ এক্ষেত্রে ল্লহ না হয়ে
ল্লাহ হবে। এবার ওই লাইন
দুইটিকে স্মরন করিয়ে দিতে
চাই যে
১.লামে আল্লহর ডানে যের
থাকলে লামে আল্লহ পাতলা।
২.লামে আল্লহর ডানে যবর আর
পেশ থাকলে লামে আল্লহ
মোটা। আল্লহ হাফিয।
2 years ago (January 14, 2021)
|
330 Views
|
পোস্টের মান ভালো না।