بسم الله الرحمن الرحيم
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
আমরা অনেক সময় দেখি যে
অনেকেই আখিরত ও
বারযাখের জিন্দেগি
সম্পর্কে বেশি জানতে চায়।
এই বারযাখের ও আখিরতের
জিন্দেগি সম্পর্কে খুব কম
জ্ঞান দিয়েছেন। আর
আমাদের চেয়ে এ সম্পর্কে
রসুলুল্লহ সাঃ বেশি
জানতেন। তিনি মানে রসুল
সাঃ যতটুকু যানিয়েছেন
ততটুকুই আমরা জানবো। এর
বেশি জানার চেষ্টা
করলেও আমরা জানতে
পারবেন। কারন মহান আল্লহ
তায়ালাই তো পবিত্র কুরআন
মাজিদে বলে দিয়েছেন
”ওয়ালা ইউহিতুনা
বিশাইম্মিন য়িলমিহি
ইল্লা বিমা শাআ” এর অর্থ
হচ্ছে যে ”তোমরা আমার
জ্ঞান ভান্ডার থেকে তার
বেশি জ্ঞান অর্জন করতে
পারবেনা যতটুকু আমি চাই।
সুতরাং আল্লহ তায়ালা
মহাজ্ঞানি। তবে এগুলো
মানে বারযাখে যা যা
ঘটে পরকালে যা যা ঘটে
সেগুলো চোখে না
দেখলেও ঈমান আনতে হবে।
কারন আল্লহ তায়ালা বলেন,
(তারাই তো প্রকৃত মুত্তাকি)
যারা গায়েবের প্রতি
বিশ্বাস করে।
1 year ago (January 14, 2021)
|
290 Views
|