প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
জুমার নামাজ হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ । পবিত্র জুমার গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে সূরা জুমার ৯ আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ ! জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ কর । এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝ ।’ এই আয়াতটির মাধ্যমে জুমার নামাজের গুরুত্ব অনুধাবন করা যায় ।
জুমার নামাজের তাগিদ শুধু কোরআনেই নয়, হাদিসেও আছে ।
মহানবি (সাঃ) বলেছেন, ‘ক্রীতদাস, মহিলা, শিশু ও অসুস্থ ব্যক্তি – এই চার প্রকার মানুষ ছাড়া সব মুসলমানের ওপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য ।’ কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেয় তহলে তার ব্যাপারে রয়েছে কঠোর হুঁশিয়ারি।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো শরিয়তসম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসেবে এমন দফতরে লিপিবদ্ধ হবে যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না ।’
জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদ এবং এটি দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ। ইবনে মাজায় বর্ণিত হাদিসে মহানবী ইরশাদ করেছেন, ‘নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহর কাছে তা ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও উত্তম। ’ আর মুসলিমের হাদিসে মহানবী (সাঃ) বলেছেন, ‘যেসব দিনে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। সে দিনেই আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছে এবং সে দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং সে দিনেই জান্নাত থেকে তাঁকে বের করা হয়েছে। যেদিন কিয়ামত হবে সেদিনও হবে জুমার দিন। ’ সাপ্তাহিক ঈদ হিসেবে জুমার দিনের ফজিলত অনেক।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সাঃ) বলেছেন, ‘জুমার দিনে ফেরেশতারা মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে যায়। তারা মসজিদে আগমনকারী মুসল্লিদের নাম পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে থাকে। এরপর যখন ইমাম এসে যায় তখন তারা রেজিস্টার বন্ধ করে খুতবা শুনতে থাকে। যে সবার আগে মসজিদে প্রবেশ করে সে একটি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লাভ করে। যে দুই নম্বরে প্রবেশ করে সে একটি গরু আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। যে তিন নম্বরে প্রবেশ করে সে একটি দুম্বা দান করার সওয়াব পায়। যে চার নম্বরে প্রবেশ করে সে একটি মুরগি দান করার সওয়াব লাভ করে। আর যে পাঁচ নম্বরে প্রবেশ করে সে একটি ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। ’ (বুখারি, মুসলিম, মুসনাদে শাফি) ।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
7 Like |
Mar 17, 2021 | No Comments | 475 Views
Mar 17, 2021 | No Comments | 423 Views
Mar 17, 2021 | No Comments | 542 Views
Mar 13, 2021 | No Comments | 303 Views