প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
১. ইয়া আল্লাহুঃ- এই পবিত্র নামটি সব সময় পাঠ করলে মৃতুর পর কবরে এ নূর চমকাবে।
২. ইয়া সালামুঃ- অসুস্থ ব্যাক্তি এই পবিত্র নামটি পাঠ করলে রোগ মুক্ত হয়।
৩. ইয়া বারিওঃ- এই পবিত্র নামটি প্রত্যহ ৭ বার করে পড়লে কবর আযাব মাফ হয়।
৪. ইয়া গাফফারুঃ- এই পবিত্র নামটি জুমআর নামাজের পর (১০০) বার পাঠ করলে সকল অভাব দূর হয়ে যাবে এবং গোনাহ মাফ হয়ে যায়।
৫. ইয়া বাসেতুঃ- এই পবিত্র নামটি ফজরের নামাজের পরে পড়লে কখনো কারো মুখাপেক্ষী হতে হয় না।
৬. ইয়া রাফেউঃ- এই প্রবিত্র নামটি রাতে ও দিনে শোবার সময় ১০০ বার পাঠ করলে সম্মান বৃদ্ধি পাবে এবং বিপদ থেকে মুক্ত পাবে।
৭. ইয়া ওয়াজেদুঃ- এই পবিত্র নামটি খাওয়ার সময় প্রথম লোকমায় পাঠ করলে আত্মার বল বৃদ্ধি পাবে।
৮. ইয়া মকাদ্দিমুঃ- এই পবিত্র নামটি পড়ে কোন প্রতিযোগিতায় গেলে তাহা সফল কাম হওয়া যায়।
৯. ইয়া মনায়েমুঃ- এই পবিত্র নামটি সর্বদা পাঠ করলে ধন-সম্পদ বৃদ্ধি পায় ও সুখে থাকা যায়। ওয়াল্লাহু আলা কুল্লিশাইয়্যিন কাদির।তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
7 Like |
Mar 17, 2021 | No Comments | 432 Views
Mar 17, 2021 | No Comments | 386 Views
Mar 17, 2021 | No Comments | 501 Views
Mar 13, 2021 | No Comments | 269 Views