بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>একদিন ক্লাসে এক ছাত্র
তার শিক্ষককে প্রশ্ন
করলো, ‘হুজুর! কিয়ামতের
দিন হিসাব হবে
কীভাবে?’
ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক
কিছুক্ষণ নিশ্চুপ বসে
রইলেন।
>
>এরপর জুব্বার পকেট
থেকে কিছু টাকা বের
করে ছাত্রদের মধ্যে বণ্টন
করে দিলেন।
>
>বণ্টনের
ধারা ছিলো এমন-
১ম জনকে ১০০ টাকা, ২য়
জনকে ৭৫ টাকা, ৩য় জনকে
৫০ টাকা, ৪র্থ জনকে ২৫
টাকা, ৫ম জনকে ১০
টাকা, ৬ষ্ঠ জনকে ৫ টাকা
এবং যে ছাত্র প্রশ্ন
করেছিলো তাকে
দিলেন ১টাকা।
>
>প্রশ্নকারী ছাত্র
শিক্ষকের এমন বণ্টনে
অত্যন্ত মনঃক্ষুণ্ণ হলো ও
ভীষণ কষ্ট পেলো।
>
>সে ভাবলো, শিক্ষক
তাকে সবার সামনে
অপমানিত করেছেন সে গরিব বলে।
>
>শিক্ষক মুচকি হেসে
ছাত্রদেরকে বললেন, ‘আজ
তোমাদের ছুটি।
>
>তোমরা এই টাকা
পুরোপুরি খরচ করবে এবং
আগামীর শুক্রবার
মাদ্রাসার রান্নাঘরে
সকাল ১০ টায় এসে খরচের
হিসাব দিবে।
>
>শুক্রবার ছাত্ররা
মাদ্রাসার রান্নাঘরে
উপস্থিত হলো।
>
>শিক্ষক
ছাত্রদেরকে চুলায়
চড়ানো গরম তাওয়া
দেখিয়ে বললেন,
‘তোমরা একজন একজন করে
এই তাওয়ায় দাঁড়িয়ে
আমার দেয়া টাকার
হিসাব দিবে।’
>
>প্রথমে এগিয়ে এলো যে
ছাত্রকে ১০০ টাকা
দিয়েছিলেন।
>
>সে
তাওয়ায় দাঁড়ানোর পর
শিক্ষক বললেন, ‘আমার
দেয়া টাকার হিসাব
দাও।’
>
>এমনিতে আগুনে উত্তপ্ত গরম
তাওয়া, তার উপর খালি
পা।
>
>ছাত্র এক পা নামায়
তো এক পা তোলে।
>
>এভাবে অনেক কষ্টে
তাওয়ায় দাঁড়িয়ে
খরচের হিসাব দিতে
লাগলো- ৫টাকা দিয়ে
এটা কিনেছি, ১০টাকা
দিয়ে ওটা খেয়েছি, ২০
টাকা দিয়ে ঐ জিনিস
কিনেছি।
>
>এভাবে অনেক
কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ
হিসাব দিলো।
>
>এরপর
এলো যাকে ৭৫ টাকা
দিয়েছিলেন সে।
>
>এভাবে
ধারাবাহিকভাবে একে
একে সবাই নিজেদের
খরচের হিসাব উত্তপ্ত
তাওয়ায় দাঁড়িয়ে
দিয়ে গেলো।
>
>সবার
শেষে এলো সে
প্রশ্নকারী ছাত্র, যাকে
১ টাকা দেয়া
হয়েছিলো।
>
>সে এক পলকে
দৌড়ে এসে তাওয়ায়
দাঁড়িয়ে তার ১ টাকা
খরচের হিসাব দিয়ে
শিক্ষকের সামনে
দাঁড়ালো।
>
>বাকিরা
যখন তাওয়ায় গরম হওয়া
পায়ে পানি ঢালছে,
তখন সে দাঁড়িয়ে
হাসছে।
>
>সবার হিসাব দেয়া শেষ
হলে শিক্ষক ছাত্রদের
উদ্দেশ্য করে বললেন, ‘এই
হলো কিয়ামতের
হিসাব-নিকাশের ছোট
একটি নমুনা।
>
>যার ক্ষমতা
ও সম্পদ যতো কম, তার
হিসাব হবে ততো সহজ।
>
>যার বেশি হবে, তার
কষ্টও তত বেশি হবে।’
>
>প্রশ্নকারী ছাত্র ছলছল
নয়নে শিক্ষকের দিকে
তাকিয়ে মনে মনে তার
প্রতি উস্তাদের
ভালোবাসার কথা
ভাবতে লাগলো এবং
শিক্ষকের প্রতি নিজের
আগের ধারনার জন্য অনুতপ্ত
হলো।
>
>তো এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
2 years ago (February 2, 2021)
|
341 Views
|