بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

>শয়তান বলল, ভাই
ময়ূর তুমি আমাকে
দয়া কর।
তোমাকে আমি
প্রতিদান
হিসেবে এমন এক
এছেম শিখিয়ে
দেব যা পাঠ
করলে তুমি কোন
দ্বীন বৃদ্ধ হবে
না । দ্বিতীয়ত
কোন দিন
তোমার মৃত হবে
না। তুমি
কেয়ামত পর্যন্ত
জীবিত থাকবে
না । তৃতীয়ত এ
সুখের বেহেস্ত
হতে তোমাকে
কোন দিন বের
হতে হবে না। এ
বলে শয়তান
এছেমে আজম পড়ে
ময়ূরকে শুনাল ।
ময়ূর শয়তানের মন
মোহনী বক্তৃতায়
আকৃষ্ট হয়ে তাঁকে
নিয়ে
বেহেস্তের
দরজায় পৌঁছাল ।
সেখানে প্রহরী
হিসেবে ছিল এক
সাপ । ময়ূর
সাপকে সব ঘটনা
বলল। সাপ দরজার
এক ছিদ্র দিয়ে
শুধু মাথা বের
করে ময়ুরের কথা
শুনল এবং
শয়তানকে
জিজ্ঞেস করল, তুমি
কে ? শয়তান
পূর্বের ন্যায় উত্তর
দিল আমি একজন
ফেরেস্তা ।
আমি আরশে
আজীমের নিচে
বসবাস করতাম ।
সেখানে বসে
আমিন এমন এক
এছমে আজম
শিখেছি যা
পাঠ করলে সকল
উদ্দেশ্য সাধিত
হয় । সাপ বলল,
দোয়াটি
আমাকে শিখিয়ে
দাও । শয়তান বলল,
হ্যাঁ! তোমাকে
শিখিয়ে দিতে
পারি একটি
শর্তে । সেটা হল
আমাকে
বেহেস্তের মধ্যে
পৌঁছে দেবে ।
সাপ বলল, হযরত আদম
বেহেস্তে থাকা
অবস্থায় কাউকে
বেহেস্তে প্রবেশ
করার হুকুম নেই ।
অতএব এটা আমার
পক্ষে সম্ভব নয় ।
তখন শয়তান বলল,
আমি তোমার
মুখের মধ্যে
থেকে বেহেস্ত
দেখে আসবো ।
বাইরে বের হব
না । সাপ তখন
শয়তানের এ
প্রস্তাবে রাজী
হল এবং হা করল ।
শয়তান সাপের
মুখে প্রবৃষ্ট হল ।
অতএব শয়তান
সাপকে বলল,
আমাকে বিবি
হাওয়ার নিকট
নিয়ে চল । সাপ
শয়তানকে মুখে
নিয়ে বিবি
হাওয়ার কাছে
পৌছাল । তখন
শয়তান সজোরে
চিৎকার দিয়ে
কাঁদতে আরম্ভ করল
। সাপের মুখ
থেকে কান্নার
শব্দ শুনে
বেহেস্তের সকল
হুর গেল মান তাঁর
কাছে সমবেত হল
। এমন কি বিবি
হাওয়া ও
সেখানে
পৌঁছালেন ।
অতপর সাপকে তাঁর
ক্রন্দনের কারণ
জিজ্ঞেস করা হল
। সে বলল, আমি
তোমাদের
পরিণামের
ভেবে কাঁদছি ।
আল্লাহ তায়ালা
তোমাকে ও হযরত
আদম (আঃ)-কে
শীঘ্রই বেহেস্তে
থেকে বের করে
পৃথিবী নামক এক
নিরস ও
অশান্তিপূর্ণ
স্থানে প্রেরণ
করবেন । এ কথা
আরশে আজীমের
লিপিতে উক্ত
রয়েছে ।
পৃথিবীতে
প্রেরণের
ব্যাপারটি
দ্বীপান্তরে
শাস্তি ভোগের
শামিল ।
সেখানে ক্ষুধা,
দারিদ্রতা,
পীড়া, দুঃখ,
পরিশ্রম ও
অশান্তি
বিরাজমান ।
সেখানে পরিশ্রম
করে খাদ্য
জন্মাতে হবে ।
খাদ্য জন্মাতে
ব্যর্থ হলে ক্ষুধার
যন্ত্রণায় অস্থির
হতে হবে ।
সেখানে
তোমাদের
অসংখ্য সন্তান-
সন্ততি জন্ম
নিবে। তাঁদের
মধ্যে ঝগড়া কলহ
লেগেই থাকবে ।
খুন খারাবী
নিত্য নৈমিক্তিক
ব্যাপার বলে
বিবেচিত হবে।
রৌদ্র বৃষ্টির
দিন গুজরান করতে
হবে। আল্লাহ
তায়ালাকে শত
শতবার ডেকে ও
তাঁর সাক্ষাত
লাভ করতে
পারবে না ।
তিনি সহজে বনী
আদম (আঃ)-এর কোন
দাবী দাওয়া
পূরণ করবেন না।
মানুষ জন্ম থেকে
মৃত পর্যন্ত অবিরাম
পরিশ্রম করেও
নিজ পেটের
আহার সংগ্রহ
করতে সক্ষম হবে
না । তখন অন্যায়
অসৎ পথ গ্রহণ করতে
বাধ্য হবে । এক
কথায় দোজখের
যন্ত্রণার চেয়ে
সেখানে কোন
অংশে নীপিড়ন
কম নেই ।
সেই ভয়াবহ কষ্টকর
পৃথিবীতে গিয়ে
দিবারাত্র
চোখের পানি
ফেলে তোমরা
শুধু কাঁদবে ।
কিন্তু তাতে
তোমাদের
দুঃখের কোন
অবসান হবে না।
আমি তোমাদের
সে দুঃখময়
জীবনের কথা
ভেবে কাঁদছি ।
বিবি হাওয়া
শয়তানকে
জিজ্ঞেস করলেন,
তোমার কথার
সত্যতা কিভাবে
যাচাই করব ।
শয়তান বলল, আমি
আল্লাহ্র নামে
শপথ করে বলছি
আমি এক বিন্দু
মিথ্যা কথা
বলিনি । যদি
আমি মিথ্যা বলি
তবে যেন আমার
উপর আল্লাহ
তায়ালা ও
ফেরেস্তাদের
লালত পতিত হয়।
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 2, 2021)
|
252 Views
|