بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

>হযরত আবুযার
(রাঃ) বলেন,
রাসূল (সাঃ)
বলিয়াছেন, আমি
সেই ব্যক্তি
সম্পর্কে খুব
ভালভাবে
জানি, যে
সর্বপ্রথম
বেহেশতে প্রবেশ
করিবে। আর সেই
ব্যক্তি সম্পর্কেও
জানি যাহাকে
সর্বপ্রথম দোযখ
হইতে বাহির
করা হইবে।
কিয়ামতের দিন
আল্লাহর দরবারে
এক ব্যক্তিকে
উপস্থিত করা
হইবে। তাহার
সম্মুখে তাহার
ছোট ছোট
গুনাহগুলি উত্থাপন
করিবার ও বড় বড়
গুনাহগুলি সম্পর্কে
জিজ্ঞাসা করা
হইবে, তুমি কি
অমুক দিন অমুক
গুনাহ কর নাই?
সে বাধ্য হইয়া
স্বীকার করিবে।
কারণ
অস্বীকারের
কোন উপায়
থাকবে না। আর
কবীরা গুনাহের
ব্যাপারে ভীত
হইবে, (না জানি
উহার দরুন কি
অবস্থা হয়)।
তারপর আদেশ
হইবে, তাহার
প্রত্যেক গুনাহের
পরিবর্তে একটি
করিয়া নেকী
দিয়া দাও। ইহা
শুনিয়া সে
বলিয়া উঠিবে,
আমার আরও অনেক
গুনাহ রহিয়াছে,
যাহা আমি
এইখানে
দেখিতেছি না।
হযরত আবুযার
(রাঃ) বলেন,
আমি দেখিলাম,
রাসূল (সাঃ) এই
পর্যন্ত বলিয়া
এমনভাবে
হাসিয়া
উঠিলেন যে,
তাহার দান্দান
মুবারক প্রকাশ
হইয়া পড়িল।
(হাসির কারণ
ছিল, যে গুনাহর
ব্যাপারে ভীত
ছিল সে উহা
প্রকাশে আগ্রহী
হইয়া উঠিল।)
(তিরমিযি)
হযরত আবদুল্লাহ
ইবনে মাসউদ
(রাঃ) বলেন,
রাসূল (সাঃ)
বলিয়াছেন, আমি
সেই ব্যক্তিকে
জানি যে দোযখ
হইতে সর্বশেষ
বাহির হইবে।
সে বসিয়া
মাটি
হেঁচড়াইয়া
দোযখ হইতে
বাহির হইয়া
আসিবে।
তাহাকে বলা
হইবে, যাও,
বেহেশতে প্রবেশ
কর। সে
বেহেশতে প্রবেশ
করিতে যাইয়া
দেখিবে,
লোকেরা স্ব-স্ব
স্থান দখল করিয়া
লইয়াছে।
ফিরিয়া আসিয়া
বলিবে, আয়
পরওয়ারদিগার,
লোকেরা তো
স্ব-স্ব স্থান দখল
করিয়া লইয়াছে।
(অর্থাৎ সেখানে
তো কোন
জায়গা খালি
নাই) তাহাকে
বলা হইবে,
দুনিয়ার প্রশস্ততা
তোমার স্মরণ
আছে কি? সে
বলিবে, হ্যাঁ। তখন
তাহাকে বলা
হইবে, তোমার
মনের সকল আরজু-
আকাঙ্ক্ষা ব্যক্ত
কর। সে উহা ব্যক্ত
করিবে।
তাহাকে বলা
হইবে, তুমি যাহা
ব্যক্ত করিয়াছ
তৎসহ দুনিয়ার
দশগুণ বড় বেহেশত
তোমাকে
দেওয়া হইল। সে
বলিব, আপনি সকল
বাদশাহের
বাদশাহ হইয়া
আমার সহিত
ঠাট্টা
করিতেছেন?
(অর্থাৎ সেখানে
তো সামান্যতম
জায়গাও নাই অথচ
আপনি দুনিয়ার
দশগুণ দান
করিতেছেন?)
হযরত আবদুল্লাহ
ইবনে মাসউদ
(রাঃ) বলেন
(সেই ব্যক্তির এই
কথা নকল করিতে
যাইয়া) আমি
রাসূল (সাঃ) কে
এমনভাবে
হাসিতে
দেখিলাম যে,
তাহার দান্দান
মুবারক প্রকাশ
হইয়া পড়িল।
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 7, 2021)
|
252 Views
|