بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
ইসলমের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর জীবনাদর্শ { দিত্বীয় (২) পর্ব }
>
মহানবি হযরত (স.) এর ইন্তিকালের পর কলিফা নিবর্চন , রাসুল (স.) এর ওফাতের পর দাফন ওরাসুলের উত্তরাধিকারীর বিষয়ে তার থেকে বর্নিত হাদিস দ্বারা সমাধান হয়।
ফলে মুসলমানগন অনেক বড় বিশৃঙ্খলা খেকে রক্ষা পায়।
>
খলিফা নিবার্চিত হয়ে তিনি জনতার উদ্দেশে বললেন, “যতদিন আমি আল্লাহ ও তার রাসুল (স.) এর অনুসরন করি তত দিন তোমরা আমার অনুষরণ করবে এবং আমাকে সাহায্য করব । আর যদি আমি ভুল করি তাহলে আমার ভুল ধরিয়ে আমাকে সংশোধন করবে।তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় আদায় না করা পযন্ত তারা আমার নিকট শক্তিশালী।আর যারা সবল তাদের নিকট থেকে পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল।”
>
হযরত আবুবকর সিদ্দিক (রা.) এর শাসন সর্বকালের সা৭কদের জন্য আদার্শ ।মহানবি হযরত মোহাম্মদ (স.)এর ইন্তিকালের পর মুসলিম রাষ্টে কতিপয় সমস্যা দেখা দেয়।কেউ কএউ মিথ্যা নবুয়তের দাবি করে,কতিপয় লোক যাকাত দিতে মানা করে,কতিপয় লোক ইসলাম ত্যাগ করে ।হযরত আবু বকর (রা.) অত্যন্ত দূঢ়তার সাথে এসব মোকাবিলায় করেন,ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন।আমাদের উচিত আবু বকর (রা.) এর মতো অত্যান্ত দৃঢ়তার ও বিচক্ষনতার সাথে শাসনকাজ পরিচালনা করে দেশ ও জঅতি কে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা।
>
আজ এই পর্যন্তই।হযরত আবু বকর সিদ্দিক (রা.) শেষ আরেকটি জীবনাদর্শ নিয়ে আসবো আগামী পর্ব।
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
3 months ago (January 12, 2021)
|
88 Views
|
লেখা এত বড় করেন কেন?
আমি তো বলেছি পোস্ট বড় করতে।
আর এত ছোট ছোট করে পোস্ট করবেন না পেমেন্ট ক্যানসেল বা কম হতে পারে
Ok Vai