بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
তো পাঠকগন আজকেই শেষ পর্ব।শেষ পর্তন্ত দেখার অনুরুধ রইল। ভয়ঙ্কর সেই জ্বীনের গল্প*-আমার নিযের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর জ্বীনের ঘটনা {পর্ব দুই(২)}>
শাহিনুর আপাকে তখন সবাই জোর করে চেপে ধরে রেখেছিলো।কারন শাহিনুর আপার ভিতরে তখন কিছু খারাপ জ্বীন আছর করেছিলো।সেই জ্বীন যারা আমাকে ও শিমুলকে বেথ্যা দিয়েছে।শাহিনুর আপা সবারদিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে।তাকিয়ে তো আছে সেই জ্বীন গুলু।তখন মা বললো যা.”মসজিদের হুজুরকে নিয়ে আয়”।তখন আমি দৌরে গিয়ে মসজিদের ইমামকে ডেকে আনি।
>ইমামসাহেব সব মানুষকে সরিয়ে শাহিনুর আপার কাছে আসলেন।তখন শাহিনুর আপা চিৎকার করে বললো,”যা তুই!এখান থেকে চলে যা।না গেলে তোর বিপদ হবে।”তখন হজুর বললেন কেউ এক গ্লাস পানি নিয়ে আসো।তখন শিমুল এক গ্লাস পানি এনে দিলো।তারপর হজুর পানিতে কিছু একটা পরে পানিটুকু শাহিনুর আপার গায়ে ছিটিয়ে দিলেন।তখন শাথিনুর আপা অঙ্গান হয়ে যায়।তখন হজুর কোনো প্রবলেম নেই বলে চলে যান।
>আমরা সবাই সাভাবিক হয়েযাই।আমরা যখন ঘুমাতে যাবো তখন আমরচ লক্ষো করলাম ছাদে কেউ যেন মিটিং করছে।অনেক মানুষ যেন কথা বলছে।আমার জেঠি তখন যায় সেটি দেখতে।তখন তিনি একটা চাৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান।আমরা তার চিৎকার শোনে উপরে গিয়ে দেখি জেঠি পরে আছে।আসে পাসে কেউ নেই।এর পর থেকে প্রয়ই আমাদের সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে।
>অনেক কবিরাজ দেখালাম,অনেক হুজুর দেখালাম,কিন্তু কোনো লাভ হয়নি।>গল্পটা কেমন লাগলো জানাবেন।আমি আপনাদের মাঝে আরো এমন রোমান্সকর ঘটনা নিয়ে আস ইনশা আল্লাহ।
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
3 months ago (January 13, 2021)
|
76 Views
|