بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
আমাদের জীবনে শিক্ষনীয় ইসলামিক গল্প পড়া খুবি প্রয়োজন।কেননা ইসলামিক গল্প শুধু ভালো লাগে তা নয় এর থএকে আমরা অনেক কিছু শিখতে পাড়ি।তাই আজকে আমি একটি শিক্ষনিয় গল্প বলব যা আপনাদের খুবই ভালো লাখবে।>
একদিন শিক্ষক সকল ছাত্রদের মাঝে আপেল
বিতরণ করে বললেন, ” তোমরা স্কুল থেকে ফিরে গিয়ে আপেলটি এমন জায়গায় খাবে, যেখানে খাওয়া কেউ দেখতে পাবে না ।”
>
পরদিন স্কুলে এলে।
শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করলেন, ” ত্রোমরা
কোথায় কীভাবে আপেল খেয়েছ?”
>
>কেউ বলল, ” আমি নির্জন বনের ভিতরে খেয়েছি। ”
>
কেউ বলল, ” আমি জন-প্ৰাণীহীন ময়দানে খেয়েছি। ”
>কেউ বলল, ” আমি নির্জন কক্ষে দরজা বন্ধ
করে খেয়েছি। ”
কেউ বলল, ” আমি রাতের অন্ধকারে বাড়ির ছাদে গিয়ে একাকী খেয়েছি।”
কিন্তু তাদের মধ্যে একজন বলল, ” স্যার! আমি
আপেল খেতে পারিনি। স্যার বললেন, তা কেন?”
‘সে বলল, ” যেখানে গেলাম, যে জায়গাতেই ভাবলাম, সেখানে কেউ আমার আপেল খাওয়া দেখতে পাবে । ”
কিন্তু সেখানে ভাবলাম,” কেউ না দেখুক, আল্লাহ
তাে দেখছেন।” আল্লাহু আকবার !!
তাই আপনার নির্দেশ পালন করে তা খেতে পারলাম না। শিক্ষক ঐ জ্ঞানী ছাত্রকে
অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং অনুরুপ
সর্বদা সর্বস্থানে আল্লাহ-ভীতি রাখার বেপারে তাকে উৎসাহিত করলেন।
সুবহানাল্লাহ !
আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস এবং ভয় থাকলে আমার মনে হয় কেউই কখনো কোনো অন্যায় ,পাপ কিংবা কোনো খারাপ কাজ করতে সাহস পেত না ।>গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (January 14, 2021)
|
301 Views
|
পোস্টে অনাকাঙ্ক্ষিত কালার ইউজ করবেন না
আচ্ছা
কিন্তু আপনিতো বলেছিলেন বিবিকোড ব্যাবহার করতে.