بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
মানব দেহের জানা অজানা তথ্য
বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন মানবদেহ নিয়ে এবং একেক সময় বেরিয়ে আসছে অজানা সব তথ্য যা পুরো বিশ্বকেই অবাক করে দেয়। মানবদেহ নিয়ে যেমন জল্পনা-কল্পনার শেষ নেই তেমনি এই দেহ নিয়ে তথ্যেরও শেষ নেই। তাই চলুন আজ জেনে নেই এমনই ১৬ টি তথ্য যা হয়তো আপনি জানতেন না।
১। মানব দেহে রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বেঁচে থাকে।
২। একজন মানুষের দেহের রক্তের পরিমাণ তার দেহের মোট ওজনের ১৩ ভাগের ১ ভাগ।
৩। দেহে ও মনে যখন অনুভূতি আসে তখন তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
৪। দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
৫। যখন মানুষ কোন কারণে লজ্জা পায় তখন দেহের পাকস্থলীও লজ্জা পায়।
৬। একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
৭। কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
৮। একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।
৯। একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
১০। একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।
১১। একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
১২। মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক
তৈরি সম্ভব।
১৩। মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।
১৪। একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
১৫। আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
১৬। মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে ১,০০০ শব্দ পর্যন্ত পড়তে পারেন।
কঙ্কাল তন্ত্র চিত্র ও নামসমুহ
মানব দেহের কাঠামো হলো কঙ্কাল।
লম্বা ছোট চ্যাপ্টা ইত্যাদি বিভিন্ন আকৃতির অনেক গুলো অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত।এটি মানব দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং মস্তিষ্ক হৃদপিন্ড ফুসফুস পাকস্থলি অন্ত্র ইত্যাদি দেহের কোমল অংশসমূহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
বহিঃকংকালতন্ত্র হচ্ছে লোম দাত নখ ইত্যাদি ও অন্তঃকংকালতন্ত্র হচ্ছে দেহের আভ্যন্তরীণ কাঠামো যেমন অস্থি তরুনাস্থি কামলাস্থি ইত্যাদি।
আসুন দেখে নেই অস্থিসমূহ এর নামঃ
1. ফ্রন্টাল অস্থি- Frontal bone
2. ন্যাচাল অস্থি- Nasal bone
3. স্পিনয়ড অস্থি- Sphenoid bone
4. যায়গোমেটিক অস্থি- Zygomatic Bone
5. ম্যাক্সিলা- Maxilla
6.ম্যান্ডিবল- Mandible
7. প্যারাইটাল অস্থি- Parietal bone
8. অকসিপিটাল অস্থি- Occipital Bone
9. ট্যাম্পোরাল অস্থি- Temporal Bone
10. চার্ভিক্যাল ভার্টিব্রে- Cervical Vertebrae
11. ক্লাভিকল- Clavicle
12.স্কাপুলা- Scapula
13.স্টার্নাম- Sternum
14. রিব- Rib
15. থোরাচিক- Thoracis
16. হিউমেরাস- Humerus
17. রিব কার্টিল্যাজ- Rib Cartilage
18.লামবার ভার্টিব্রে- Lumber Veetebrae
19.রেডিয়াস- radius
20.আলনা- Ulna
21. ইলিয়াম- Ilium
22.ইসকিয়াম- Ischium
23.পিউবিস- Pubis
24. স্যাকরাম- Sacrum
25. কার্পাল- Carpal
26.ফ্যালাঞ্জেস- phallanges
27.মেটা কার্পাল- Meta Carpal
28.ফিমার- Femur
29.টিবিয়া- Tibia
30.ফিবুলা- Fibula
31.প্যাটাল্লা- Petalla
32.টার্সাল- Tarsal
33. মেটা টার্সাল- Meta Tarsal
34.ফ্যালাঞ্জেস- Phallanges
সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
2 months ago (March 3, 2021)
|
97 Views
|