بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>মঙ্গল গ্রহে কি আছে এসব জানার জন্য নাসা একটি রোবট পাঠিয়েছে মঙ্গল গ্রহে।
>
>রোবটটি কিছুদিন আগে পৌঁছেছে।
>
>মানুষ কি মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে এইসব জানার জন্য মূলত রোবট পাঠানো হয়েছে।
>
>আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ।
>
>৪৭ কোটিসাত
মাইল যাত্রা শেষে
নাসার
পারসিভেয়ারেন্স
রোবট
সফলভাবে অবতরণ
করেছে মঙ্গলগ্রহে।
>
>যুক্তরাষ্ট্রের মহাকাশ
গবেষণা সংস্থার প্রায়
এক টন ওজনের রোবটটি
বৃহস্পতিবার রাতে
অবতরণের পর ভালো
অবস্থায় রয়েছে বলে
জানিয়েছে নাসার
কর্মকর্তারা।
>
>আগামী দুই
বছর মঙ্গলে প্রাণের
অস্তিত্ব সন্ধান ও গ্রহটির
বিভিন্ন উপাদান নিয়ে
ছবি ও তথ্য পাঠাবে এ
রোবট।
>
>বহু প্রতীক্ষার পর মঙ্গলে
সফল অবতরণ করেছে নতুন এক
রোবোট।
>
>সফল অবতরণ
নিশ্চত হবার পরপরই
উল্লাসে ফেটে পড়েন
ক্যালিফোর্নিয়ার
পাসাডিনায়
অবস্থিত
নিয়ন্ত্রণ কেন্দ্রের
সবাই।
>
>ছয় চাকার এই
স্বয়ংচালিত যানটি
পৃথিবী থেকে তার ৪৭০
মিলিয়ন কিলোমিটার
বা ৪৭ কোটি মাইল
পথের যাত্রা শুরু করেছিল
সাত মাস আগে।
>
>এই
মহাকাশ মিশনের
সবচেয়ে চ্যালেঞ্জিং
অংশ ছিল মঙ্গলের পৃষ্ঠে
যানটির অবতরণের
মুহূর্তটি।
>
>যেখানে এই মহাকাশ
রোবটের মঙ্গলপৃষ্ঠ স্পর্শ
করেছে সেই স্থানটি
হলো জেযেরো
ক্রেটার।
>
>উপগ্রহে
পাওয়া ছবি থেকে
বিজ্ঞানীরা ধারণা
করছেন একসময় এই গহ্বরের
স্থানটিতে বিশাল
একটি হ্রদ থাকার লক্ষণ।
>
>তাদের ধারণা এই
হ্রদটিতে প্রচুর পানি
ছিল এবং সম্ভবত সেখানে
জীবনও ছিল।
>
>১ টন ওজনের রোভারটির
মহাকাশযানটিতে
রয়েছে
একটি ল্যান্ডার
ভিশন সিস্টেম, রয়েছে
টেরেন রিলেটিভ
নেভিগেশন, রিয়েল
টাইম ছবি তুলে রাখার
স্বয়ংক্রিয় যন্ত্র।
>
>আগামী দুই বছর মঙ্গলে
প্রাণের অস্তিত্ব রয়েছে
কিনা, তা খতিয়ে
দেখবে এটি।
>
>এছাড়া
মঙ্গলের মাটিতে কি কি
উপাদান রয়েছে, সেখান
থেকে তথ্য, ছবি, অন্যান্য
বিশ্লেষণ পাঠাবে
পারসিভিয়ারেন্স
রোভার।
>
> এই ছিল বিস্তারিত ধন্যবাদ আমার পোষ্ট পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (February 22, 2021)
|
316 Views
|