প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
বর্তমানে Google Adsence একটি সাধারণ বিষয় । Bloging বলেন আর Youtube বলেন অথবা App বলেন সবকিছু Monetize করতে Google Adsence এর প্রয়োজন হয় । তাই আজ আমি কিভাবে একটি Blog সহজে Adsence পাওয়া যায় তা আলোচনা করব ।
Google AdSense
পাওয়ার জন্য নিচের ১০টি নিয়ম অনুসরণ করা খুব জরুরী : 1. Copyright Content বর্জন করুন । Google এর Ad ব্যবহার হয় এমন সাইটের Content বর্জন করা সবচেয়ে জরুরী ।2. Google AdSense Aprove হওয়ার জন্য Google প্রকাশকদের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করেছে তা মেনে চলতে হবে । Drug সংক্রান্ত, Rifel বা বিস্ফরক বিষয়ক, Adult ওয়েব সাইটে, Hack সংক্রান্ত ব্লগ বা সাইট, বিভ্রান্তিকর Content, ক্ষতিকারক Software, Sexual Content ইত্যাদি ।
3. মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ওয়েব সাইট হতে হবে ।4. Google প্রকাশকের ক্ষেত্রে যে Ad প্রকাশক নীতি মালা প্রণয়ন করেছে তা মেনে চলুন । অর্থাৎ- বেআইনি Content, নকল প্রডাক্ট বিক্রি থেকে দূবে থাকুন ।
5. বিপন্ন প্রজাতি সংক্রান্ত প্রচারণা । যেমন, বাঘ, হাঙ্গরের পাখনা, হাতির দাঁত, বাঘের চামড়া ইত্যাদি বিক্রি করা বা এ বিষয়ক প্রচারণা ।6. About us, Contact us, Privecy policy, terms and conditionএই পেজ গুলি অবশ্যই Add করতে হবে ।
7. বানান ভুলের সংখ্যা যত কম হবে আপনার Google Adsence পাওয়ার সম্ভাবনা তত বাড়বে ।8. Content Minimum 15-20 টি Minimum 300 Word এর মধ্যে লিখুন ।
9. Content পোস্ট করার ক্ষেত্রে রেগুলারিটি মেনে চলুন । আজ একটা লিখলেন আবার 10 দিন পর একসাথে 7 টা Content দিলেন এমন হবে না ।10. সাইটে কিছু সংখ্যক Visitor থাকতে হবে । প্রতিদিন Minimum 40/50 জন ।
এই নিয়মগুলো মেনে চললে আপনি খুব সহজে আপনার Blogএ Adsence পেয়ে যাবেন ।তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
6 Like |
Jan 16, 2021 | 4 Comments | 78 Views
Jan 15, 2021 | 1 Comment | 72 Views
এতো কালারিং করবেননা
পুনরায় Edit করেছি ।