প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলে কারীম (সা.) এর অনেক হাদীস রয়েছে। হাদীসের কিতাবগুলো যার বিস্তর সম্ভার। সেখান থেকে কয়েকটি হাদীস এখানে উল্লেখ করা হলো। যেমন- এক হাদীসে আছে,প্রিয় নবীজি (সা.) এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন,রাসুল (সা.) এরশাদ করেছেন,যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে করা হয় শৃঙ্খলিত। (বুখারী, মুসলিম) অপর হাদিসে এসেছে,হযরত শাহ্ ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত,নবী কারীম (সা.) এরশাদ করেছেন, বেহেশতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম) বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, হুজুর (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমযান মাসের রাতে এবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারী, মুসলিম) আরেক হাদীসে রাসুল (সাঃ) এ মাস তথা রমযানের ফযীলত ও গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, “তোমাদের মধ্যে যারা রমজান পেলো কিন্তু তাদের গুনাহ মাফ করাতে পারলোনা তাদের ধব্বংস হোক। এখানে লক্ষ্যণীয় বিষয় হলো, রাসুল রমজানের গুরুত্ব বুঝাতে কতোটা কঠোর হয়েছেন। আর যার গুরুত্ব এতো বেশী তার ফযীলত কেমন হবে এটা বুঝবান মাত্রই অনুমেয়।তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
14 Like |
Mar 17, 2021 | No Comments | 306 Views
Mar 17, 2021 | No Comments | 530 Views
Mar 16, 2021 | No Comments | 437 Views
Mar 3, 2021 | 1 Comment | 293 Views