بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>প্রাত্যহিক জীবন
পরিচালনা করতে
মানুষ বিভিন্ন
অবস্থার সম্মুখীন হন।
>
>মুখোমুখি হন অনেক
দুঃখ কষ্টের।
>
>যার
ফলশ্রুতিতে পরিশ্রম
করতে হয় অক্লান্ত।
>
>চেষ্টা করতে হয়
অনবরত।
>
>আর কখনো
কখনো বিপদ আপদে ঋণ
নিতে অন্যের থেকে।
>
>মানুষ মূলত দুরবস্থায়
পড়লে অন্য মানুষের
থেকে ঋণ নেয়।
>
>যে ঋণ
প্রধান করে সেও
বিপদে কারও
সহযোগিতার জন্য ঋণ
দেয়।
>
>তাই ঋণ দেওয়া
নেওয়া উভয়টি
সহযোগিতামূলক কাজ।
>
>তবে ঋণ সময়মতো
পরিশোধ করতে
বিলম্ব না করা উচিৎ।
>
>ইসলামে সঠিক
সময়ে ঋণ শোধ
করতে বিশেষভাবে
গুরুত্ব দেয়া হয়েছে।
>
>কারণ অনেক সময় ঋণ
কারো কারো
জীবনে দুঃখকষ্ট
নিয়ে আসে।
>
>দেখা
যায়
ঋণগ্রহীতা সময়মতো
ঋণ আদায় করতে না
পারায় হতাশায়
পড়ে।
>
>তাকে ওয়াদা
ভঙ্গের অভিযোগে
অভিযুক্ত হতে হয়।
>
>ঋণদাতার থেকে
কটুবাক্য শুনতে হয়।
>
>সম্মান হারাতে হয়।
>
>এ ক্ষেত্রে ইসলাম দ্রুত
ঋণমুক্ত হওয়ার জন্য কিছু
আমল ও দোয়া শিক্ষা
দিয়েছেন।
>
>যে
দোয়াগুলোর
মাধ্যমে আল্লাহর
কাছে সহযোগিতা
চাইলে দ্রুত ঋণমুক্ত
হওয়া যাবে।
>
>দোয়াগুলো হলো।
>
>ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻛْﻔِﻨِﻲ ﺑِﺤَﻼَﻟِﻚَ ﻋَﻦْ
ﺣَﺮَﺍﻣِﻚَ، ﻭَﺃَﻏْﻨِﻨِﻲ ﺑِﻔَﻀْﻠِﻚِ ﻋَﻤَّﻦْ
ﺳِﻮَﺍﻙَ।
>
>বাংলা উচ্চারণ :
আল্লা-হুম্মাকফিনী
বিহালা-লিকা ‘আন
হারা-মিকা ওয়া
আগনিনী
বিফাদ্বলিকা ‘আম্মান
সিওয়া-ক।
>
>বাংলা অর্থ:
‘হে আল্লাহ! হারামের
পরিবর্তে তোমার
হালাল রুজি আমার জন্য
যথেষ্ট কর।
>
>আর
তোমাকে ছাড়া
আমাকে কারো
মুখাপেক্ষী করো না
এবং স্বীয় অনুগ্রহ
দ্বারা আমাকে
স্বচ্ছলতা দান কর।
>
>হাদিসে এসেছে,
একবার হজরত আলী
রাদিআল্লাহু আনহুর
কাছে এক ব্যক্তি তার
ঋণ পরিশোধের জন্য
কিছু সাহায্য চায়।
>
>এ
সময় আলী রাদিআল্লাহু
আনহু তাকে বলেন, আমি
কি তোমাকে
কয়েকটি শব্দ শিক্ষা
দেব, যা আমাকে রসুল
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শিক্ষা
দিয়েছেন।
>
>যদি তুমি
এটা পাঠ করো,
তাহলে আল্লাহই
তোমার ঋণমুক্তির
ব্যাপারে দায়িত্ব
নেবেন, যদি তোমার
ঋণ পর্বতসমানও হয়।
>
>এরপর হযরত আলী
রাদিআল্লাহু আনহু ওই
ব্যক্তিকে উপরের
দোয়া পড়তে
বলেছিলেন।
>
>তিরমিজি শরীফ,
হাদিস নং ৩৫৬৩।
>
>আর একটি দোয়ার কথা
হাদিসে এসেছে,
হজরত আবু সাঈদ খুদরি
রাদিআল্লাহু আনহু
বলেন, একদিন রসুল
সাল্লাল্লাহু আলইহি
ওয়াসাল্লাম মসজিদে
নববিতে প্রবেশ করে
আনসারি একজন
লোককে দেখতে
পেলেন, যার নাম আবু
উমামা।
>
>রসুল তাকে বললেন, আবু
উমামা! ব্যাপার কী,
নামাজের সময়
ছাড়াও তোমাকে
মসজিদে বসে থাকতে
দেখা যাচ্ছে।
>
>আবু উমামা বললেন,
ইয়া রসুলাল্লাহ! অনেক
ঋণ এবং দুনিয়ার
চিন্তা আমাকে গ্রাস
করে রেখেছে।
>
>তখন
রসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
তাকে বললেন, আমি
কি তোমাকে এমন
কিছু কালিমা
শিখিয়ে দেব,
যেগুলো বললে আল্লাহ
তায়ালা তোমার
চিন্তাকে দূর করে
দেবেন এবং তোমার
ঋণগুলো আদায় করে
দেবেন।
>
>তিনি বলেন, জি হ্যাঁ
ইয়া রসুলাল্লাহ! অবশ্যই
বলুন, তখন রসুল
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তাকে
নিম্নের দোয়াটি
শিখিয়ে দেন এবং
তা সকাল সন্ধ্যায়
পড়তে বলেন।
>
>আবু উমামা বলেন, আমি
রসুল সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লামের এ
দোয়াটি পড়তে
লাগলাম ফলে আল্লাহ
তায়ালা আমার
চিন্তা দূর করে
দিলেন এবং আমার
ঋণগুলোও আদায় করে
দিলেন।
>
>দোয়াটি হলো।
>
>ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻬَﻢِّ
ﻭَﺍﻟْﺤَﺰَﻥِ، ﻭَﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ،
ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ، ﻭَﺿَﻠَﻊِ ﺍﻟﺪَّﻳْﻦِ
ﻭَﻏَﻠَﺒَﺔِ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ।
>
>বাংলা উচ্চারণ:
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু
বিকা মিনাল
হাম্মি ওয়াল
হাযানি, ওয়া আ‘ঊযু
বিকা মিনাল-‘আজযি
ওয়াল-কাসালি, ওয়া
আ‘ঊযু বিকা মিনাল-
বুখলি ওয়াল-জুবনি,
ওয়া আ‘ঊযু বিকা মিন
দ্বালা‘য়িদ্দাইনি
ওয়া গালাবাতির
রিজা-ল।
>
>বাংলা অর্থ:
‘হে আল্লাহ! নিশ্চয়
আমি আপনার আশ্রয়
নিচ্ছি দুঃশ্চিন্তা ও
দুঃখ থেকে, অপারগতা
ও অলসতা থেকে,
কৃপণতা ও ভীরুতা
থেকে, ঋণের ভার ও
মানুষদের দমন-পীড়ন
থেকে।
>
>– সহিহ
বুখারি, হাদিস নং
২৮৯৩।
>
>মহান আল্লাহ
তায়ালা আমাদের
সবাইকে ঋণমুক্ত
থাকার তাওফিক দান
করুন।
>
>আমিন।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।