بسم الله الرحمن الرحيم
আসসালামুআলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন । ভালো না থাককে কমেন্টে জানাবেন চেস্টা করে দেখব আপনাকে ভালো রাখতে পারি কিনা
যাই হোক বলে মূল কথায় আসি,
আমাদের সকলেরই উচিত হাদিস শোনা এবং তা পালনের চেস্টা করা । কারণ কুরআনের পর সবছেয়ে
গুরুত্বপূর্ণ হল হাদীস । হোক সেটা ছোট আথবা বড় ।আজকে আমি আপনাদের কিছু ছোট হাদীস শোনাবো
যা খুব ছোট হলেও কম গুরুত্বপূর্ণ নয় । তাই কথা না বাড়িয়ে ৫টি হাদীস দেখাচ্ছি।
১। আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।
(সহীহ বুখারীঃ ৩২১৫)
২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়।
(সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩)
৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে।
(দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম,মুকাদ্দামা)
৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।
(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)
৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়।
(সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩)
1 year ago (January 14, 2021)
|
125 Views
|
ধন্যবাদ ।
[end]