HomeAl Quranসূরা আন নাসর বাংলা উচ্চারণ এবং অর্থসহ দেখে নিন

সূরা আন নাসর বাংলা উচ্চারণ এবং অর্থসহ দেখে নিন

بسم الله الرحمن الرحيم


প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

নাছর সূরার নাম : নাছর।

শ্রেণী : মাক্কী সূরা, মদীনায় অবতীর্ণ হয় ।

অন্য নাম : তাওদী।

এই নামের অর্থ : সাহায্য।

সূরার ক্রম : ১১০।

আয়াতের সংখ্যা : ৩।

রুকুর সংখ্যা : ১।

পারার ক্রম : ৩০ পারা।

শব্দ : ১৯।

বর্ণ : ৭৯।

পূর্ববর্তী সূরা : কাফিরুন।

পরবর্তী সূরা : লাহাব।

ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﮧِ ﺍﻟﺮَّﺣْﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣِﯿْﻢِ বিসমিল্লাহির রাহমানির রাহীম।

অর্থ :পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

ﺇِﺫَﺍ ﺟَﺎﺀَ ﻧَﺼْﺮُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻔَﺘْﺢُ ইযা জা – আনাসরুল্লাহি ওয়াল ফাতহু।

অর্থ :যখন আল্লাহ্রর সাহায্য ও (মক্কা) বিজয় আসছে।

ﻭَﺭَﺃَﻳْﺖَ ﺍﻟﻨَّﺎﺱَ ﻳَﺪْﺧُﻠُﻮﻥَ ﻓِﻲ ﺩِﻳﻦِ ﺍﻟﻠَّﻪِ ﺃَﻓْﻮَﺍﺟًﺎ ওয়ারাআইতান্না সা ইয়াদ খুলুনা ফী- দীনিল্লাহি আফওয়াজা।

অর্থ :এবং (হে নবী !) তুমি যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন (ইসলাম ধর্ম) গ্রহণ করছে।

ﻓَﺴَﺒِّﺢْ ﺑِﺤَﻤْﺪِ ﺭَﺑِّﻚَ ﻭَﺍﺳْﺘَﻐْﻔِﺮْﻩُ ﺇِﻧَّﻪُ ﻛَﺎﻥَ ﺗَﻮَّﺍﺑًﺎ ফাসাব্বিহ বিহামদি, রাব্বিকা ওয়াছ তাগফিরহু, ইন্নাহু কানা তাওয়্যাবা।

অর্থ :তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।

নিশ্চয় তিনি ক্ষমাকারী (সর্বাধিক তওবা কবুলকারী) ।

ধন‍্যবাদ, আমার পোস্টটি পড়ার জন্য।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।

10 months ago (February 25, 2021) 143 Views
Tags
Direct Link:
Share Tweet Plus Pin Send SMS Send Email

About Author (95)

Author

নিজের ব্যাপারে বলার মতো কিছু নেই

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts© 2021 All Right Received