بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আমরা এইবার অনেক শিক্ষার্থী SSC পরীক্ষা দিব।
>
>আমরা অনেকেই অটো পাস এর আসায় বসে ছিলাম।
>
>কিন্তু আমাদেরকে অটোপাস দিবে না সরকার।
>
>আমাদের পরীক্ষা হবে তবে সিলেবাস কমিয়ে দিবে।
>
>এইজন্যই আমাদের জন্য সরকার সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে।
>
>আজকের পোস্ট এ এই নিয়ে বিস্তারিত বলব tipstrickbd তে।
>
>তো দেরি না করে শুরু করা যাক।
>
>২০২১ সালের এসএসসি
পরীক্ষার সংক্ষিপ্ত
সিলেবাস প্রকাশ
করেছে মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিক্ষা
বোর্ড।
>
>সোমবার (২৫
জানুয়ারি) মাধ্যমিক
ও উচ্চমাধ্যমিক
শিক্ষা বোর্ডের
পরীক্ষা নিয়ন্ত্রক
প্রফেসর এস.এম. আমিরুল
ইসলাম স্বাক্ষরিত এ
সংক্রান্ত একটি
বিজ্ঞপ্তি জারি করে
এ সিলেবাস প্রকাশ
করা হয়েছে।
>
>বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, জাতীয়
শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক
প্রেরিত ২০২১ সালের
এসএসসি পরীক্ষার
পুনর্বিন্যাসকৃত
পাঠ্যসূচি সংযুক্ত করা
হয়েছে।
>
>উক্ত
পুনর্বিন্যাসকৃত
পাঠ্যসূচির
পরিপ্রেক্ষিতে
সংশ্লিষ্টদের
অবহিতকরণসহ
প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণের জন্য
নির্দেশক্রমে অনুরোধ
করা হলো।
>
>উক্ত বিজ্ঞপ্তিতে
পুনর্বিন্যাসকৃত
পাঠ্যসূচির আলোকে
প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ করার জন্য জাতীয়
শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ডকে
(এনসিটিবি) অনুরোধ
করা হয়েছে।
>
>নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন >
>ধন্যবাদ আমার পোস্ট টি মনযোগের সাথে পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 month ago (January 25, 2021)
|
249 Views
|