بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>এবার থেকে বাংলায় এসএমএস করলে কম টাকায় এসএমএস করতে পারবেন।
>
>বিস্তারিত জানতে হলে পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।
>
>আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস
উপলক্ষে বাংলাদেশ
টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশন
(বিটিআরসি) একটি
নতুন সেবা চালু করতে
যাচ্ছে।
>
>আর তা হলো
বাংলা ভাষায়
এসএমএস বা ক্ষুদে
বার্তা পাঠালে
আগের চেয়ে অর্ধেক
খরচে হবে গ্রাহকের।
>
>বিটিআরসি এর
মিডিয়া
কমিউনিকেশন অ্যান্ড
পাবলিকেশন উইংয়ের
সিনিয়র সহকারী
পরিচালক ছালেহ
উদ্দিন স্বাক্ষরিত এক
সংবাদ বিজ্ঞপ্তিতে
এসব তথ্য জানানো
হয়েছে।
>
> শনিবার (২০
ফেব্রুয়ারি) এ সেবার
উদ্বোধন করেন ডাক ও
টেলিযোগাযোগ
মন্ত্রী মোস্তাফা
জব্বার।
>
>বিটিআরসি সূত্র
জানায়, এখন পর্যন্ত
গ্রাহকদের প্রতিটি
এসএমএস পাঠাতে খরচ
হয় ৫০ পয়সা (ভ্যাট ও
ট্যারিফ ছাড়া)।
>
>কার্যর্ক্রমটি
উদ্বোধন হলে
বাংলায় এসএমএস এ খরচ
পড়বে ২৫ পয়সা (ভ্যাট
ও ট্যারিফ ছাড়া)।
>
>আগামী ২০
ফেব্রুয়ারি এ
কার্যক্রমের
উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন
টেলিযোগাযোগ
বিভাগের সচিব
আফজাল হোসেন,
বিটিআরসি
চেয়ারম্যান শ্যাম
সুন্দর সিকদারসহ
কমিশনের সব
কমিশনার,
মহাপরিচালক ও
অন্যান্য কর্মকর্তারা।
>
>বিকেল চারটার
দিকে বিটিআরসি
কার্যালয়ে এ
কার্যক্রমের উদ্বোধন
ঘোষণা করা হয় ।
>
>২০১০ সালের ১৫ আগস্ট
থেকে প্রতিটি
এসএমএস এ খরচ নির্ধারণ
করা হয় ৫০ পয়সা
(ভ্যাট ও ট্যারিফ
ছাড়া)।
>
>এখন থেকে বাংলায় মেসেজ পাঠান আর টাকা সঞ্চয় করুন।
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (February 22, 2021)
|
108 Views
|