প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব জনপ্রিয় একটি App যার নাম
Android Assistant
.যারা এই App সঙ্গে পরিচিত নয়, তাদের পরিচয় করিয়ে দিতে আমার আজকের এই পোষ্টটি।
Android Assistant
অন্যান্য Android Apps এর তুলনায় বেশ ছোট Size এর App । এর Size 1 MB থেকেও কম । Play Store এ Appটির Rating ছিল 4.6/5; অতএব বুঝতেই পারছেন Appটি কতোটা জনপ্রিয় । Appটি Open করার পর আপনি খেয়াল করবেন যে এতে মূলত তিনটি প্রধান Tap রয়েছে । এগুলো হচ্ছে Monetor, Prossesor এবং Tools ।ওপেন করার পর এটর ডিফল্ট ট্যাবে আপনি দেখতে পারবেন আপনার ফোনের সিপিইউ কত শতাংশ ব্যবহার হচ্ছে কিংবা আপনার দরকারি কাজটি করবার জন্য আপনার ফোন কত পরিমাণ RAM ব্যবহার Appটি করছে । আপনি চাইলে Quick Boost অপশনে ক্লিক করে ফোনের অনেকটা Ram ফাঁকা করে নিতে পারবেন যা এক কথায় Task Killer এর কাজ করবে । আপনি এখান থেকে ফোনের ক্যাশ ফাইলও ক্লিন করতে পারবেন । এছাড়াও মুল ট্যাবেই দেখতে পারবেন আপনার ফোনের ব্যাটারির চার্জ আর কত শতাংশ বাকি আছে । এর সাথে সাথে Appটি আপনাকে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং যদি SD Card থাকে তবে সেটির স্টোরেজ সম্পর্কেও যাবতীয় তথ্য দেখাবে । দ্বিতীয় ট্যাবে আপনি দেখতে পারবেন আপনার ফোনের Background কী কী Apps চলছে । আপনি চাইলে সেগুলো বেছে বেছে বন্ধ করে দিতে পারেন । অন্যান্য Task Killer App মূলত যা করে তা হচ্ছে সেগুলো শুধুমাত্র ব্যাকগ্রাইন্ডে চলতে থাকা অ্যাপগুলোই প্রদর্শন করে । কিন্তু এই Appটি ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর সাথে চলতে থাকা Luncher, বিভিন্ন সার্ভিস এবং Wized কতটুকু Memory ব্যবহার করছে তা সহ দেখিয়ে দেয় । এতে করে যদি কোন Weijed অতিরিক্ত Ram ব্যবহার করে থাকে তবে আপনি তা বন্ধ করে করে দিতে পারবেন ।
আরো রয়েছে
“App 2 SD”
অপশন । আপনি যদি ফোনে এমন কোন App Install করেন যেটি Root ছাড়াই External Memory Card এ মুভএবল তাহলে অপশনটি আপনাকে স্ট্যাটাস বারে একটি নোটিফিকেশন এছাড়াও দেখাবে । যদিও অপশনটি“Link2SD”
App’র মত ততটা কাজের নয় তবে যাদের ফোন Root করা নেই তাদের জন্য এই অপশনটি অনেক দরকারী হবে বলে আমার ধারণা । এগুলো ছাড়াও আপনি একসাথে অনেকগুলো APK File Install কিংবা Uninstall করতে চাইলে এতে রয়েছে Bach Installer ও Bach Uninstaller । কিংবা যদি আপনার সাধের ডিভাইসটির ফিচার সম্বন্ধে ( CPU Spreed, Sensor, RAM, ROM, ইত্যাদি ) আরও একটু ভালোভাবে জানতে চান তাহলে System Infoতে ক্লিক করে কোন রকম ঝামেলা ছাড়াই তা খুব সহজেই জানতে পারবেন ।তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
15 Like |
Aug 15, 2021 | No Comments | 3135 Views
Mar 11, 2021 | No Comments | 206 Views
Mar 7, 2021 | No Comments | 164 Views
Mar 6, 2021 | No Comments | 195 Views