بسم الله الرحمن الرحيم
সুপ্রিয় পাঠক গন। আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। ভালো আশা করি। আজ আবারো আসলাম আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তবে এটি কোন ইনকাম বা অন্য কোনো অ্যাপস নয় । ফুটবল প্রেমীদের জন্য আজকে আমার এই অ্যাপসটি।এই লকডাউনে খেলাধুলা কিছুই দেখতে অথবা খেলার সম্পর্কে কোন ধারণা পারছেন না তাদের জন্য। আমি যে অ্যাপসের কথা বলব সেটি দিয়ে আপনারা ঘরে বসে সকল ধরনের ফুটবল খেলার স্কোর অথবা হাইলাইটস দেখতে পারবেন। অ্যাপসটি হচ্ছে এন্ড্রয়েড ভার্সন এর। আপনাদের যাদের এন্ড্রয়েড ফোনে রয়েছে তারা চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে ফুটবল খেলার সকল স্কোর জেনে নিতে পারবেন এক নিমিষেএতে ফুটবল খেলার স্কোর জানার জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তাই আপনাদের ফুটবল খেলা সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে তারা এখনই ডাউনলোড করুন এই অ্যাপসটি। এই অ্যাপসের ভিতরে আপনারা সকল ক্লাব অথবা আন্তর্জাতিক ম্যাচের স্কোর দেখতে পারবেন।আপনার সাথে বুঝতে সমস্যা হয় কোন তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। আপনারা প্লে স্টোর অথবা ইউটিউব থেকেই অ্যাপস এর সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।
তাহলে চলুন অ্যাপসের কথা বলি । এপ্সটা প্লেস্টোরে পেয়ে যাবেন। অ্যাপস টার নাম হচ্ছে fotmob ফটমোব। এতে ফুটবল খেলার স্কোর জানার জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তাই আপনাদের ফুটবল খেলা সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে তারা এখনই ডাউনলোড করুন এই অ্যাপসটি। এই অ্যাপসের ভিতরে আপনারা সকল ক্লাব অথবা আন্তর্জাতিক ম্যাচের স্কোর দেখতে পারবেন।
এপটি আপনাদের ওখানে ইন্সটল করে ওপেন করার পর আপনাদের পছন্দের যে কোন ক্লাব আছে সেগুলো ফেভারিট করে নিন ।ফুটবলপ্রেমী ভাই ও বোনেরা আপনারা ফুটবল খেলা দেখে থাকেন অথবা দেখতে ভালোবাসেন তারা প্লে স্টোর থেকে অথবা আমাদের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
কোন ক্লাবের খেলা অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা সবই এই অ্যাপসের ভিতরে দেখতে পারবেন। আপনার সাথে বুঝতে সমস্যা হয় কোন তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন
আজকের মতো এই পর্যন্তই সবাই ভাল থাকুন পরবর্তীতে আরও একটি ভাল পোস্ট আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।
2 years ago (January 23, 2021)
|
271 Views
|
একটা পোস্টও তো নিয়ম অনুযায়ী লিখেন নি।
আর সবগুলোই তো কপি করে পেস্ট করছেন।
নিয়ম অনুযায়ী সবগুলো পোস্ট ঠিক করুন। তারপর আপনার পেমেন্ট রিকোয়েস্ট কার্যকর করা হবে।
50 taka payment koren tarpor valo kore likhbo. Payment na dile R likhbo na
ধোঁকাবাজি দুলে গিয়ে করুন
Ami Amar post delete kore debo tk na dile
করে দেন।
আমরা এই সিস্টেম চালু রেখেছি আপনাদের জন্য
আমি তো কপি করিনি