প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
Google Photos
Google Photos এর Shared Albam Featureটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে । সেই বিষয়কে মাথায় রেখে Google Photos App এ Massenging এর সুবিধা যুক্ত করল Google । এখন মিলবে এই নতুন Massenging Feature এর ।
এখন থেকে Google Photo এর মাধ্যমে ছবি শেয়ার করতে পূর্বের ন্যায় Albam তৈরির প্রয়োজন পড়বে না । অন্যসব Social Mediaতে আমরা যেভাবে বন্ধুদের ছবি শেয়ার করি, Google Photos এর মাধ্যমে ঠিক সেভাবেই এখন থেকে ছবি পাঠানো যাবে । ছবি পাঠানোর পাশাপাশি Chating, Photo Like এবং Share ও করা যাবে । অর্থাৎ ছবিকেই কেন্দ্র করেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে । এভাবে Google Photos একটু নতুন Social Platformএ রুপান্তরিত হওয়ার সম্ভাবনা ও রয়েছে ।
2015 সালে Googlf Photos এ ফ্রি অনলাইন স্টোরেজ যুক্ত করার পর থেকেই Platformটি ফটো Sharing এর জন্য Photographer এবং অন্যান্য ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা পেতে শুরু করে ।
স্মার্টফোনে যারা Photo তুলতে ভালোবাসেন, এই Featureটি যুক্ত করার পর তাদের জন্য Google Photos ব্যাক্তিগত মূহুর্ত এর অসাধারণ ছবিসমূহ সংরক্ষণ করার একটি মাধ্যমে পরিণত হয় ।
Google এর ৯ম Product হিসেবে Google Photos এই বছরের শুরুর দিকেই 1 Billion ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করে । প্রায় সব Social Mediaএর মাধ্যমে ছবি শেয়ার করা গেলেও ব্যবহারিগণ বন্ধুদের সাথে সেগুলোর High- Quality Version Share করতে পারেন না । Google Photos এ ছবি Sharing ও Massenging এর Option যুক্ত করার মাধ্যমে High- Quality ছবি Sharing এর সুবিধা পাবে ব্যবহারকারীগণ ।
Google এর Product Manager Janve Shah একটি Blog পোস্টে বলেন, “এই Featureটি কোনো Chating Appকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে যুক্ত হয়নি, বরং বন্ধু এবং পরিবারের সাথে নিজেদের ব্যাক্তিগত মূহুর্তের ছবি Sharing এর সুবিধা দেয়াই আমাদের লক্ষ্য ।”
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
16 Like |
Aug 15, 2021 | No Comments | 3134 Views
Mar 11, 2021 | No Comments | 206 Views
Mar 7, 2021 | No Comments | 164 Views
Mar 6, 2021 | No Comments | 195 Views
Wow
Thanks 🙂