بسم الله الرحمن الرحيم
আস্সালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। কারন ভালো না থাকলে আমাদের এই পছন্দের সাইট
tipstrickbd ভিসিট করার কথা না। যাইহোক শুরুকরা যাক। আজ আপনাদের জানাবো
কিভাবে যেকোন দেশে
যেকোন নাম্বারে ফ্রি
কথা বলা যায়, ব্যালেন্স
থেকে কোন টাকা কাটবে
না।
ফ্রি কল করুণ , ব্যালেন্স
থেকে কোন টাকা কাটবে
না মাত্র একটি Apps
ব্যাবহার এ । আসুন জেনে
নিন উপাই ।
→→→
File Name: Dingtone Free Call
File size: 17.11 MB
Total DownLoad: 4386
Today Hits: 2227
ইন্সটল করা শেষ হলে Apps টি
ওপেন করুন।
এখন আপনার নাম এবং নিজের
মোবাইল নাম্বার/জিমেল দিয়ে
continue তে ক্লিক করুণ এখন
আপনার নাম্বারে/জিমেলে এস এম এস
মাধ্যমে একটা কোড আসবে
কোডটি দিলে একাউন্ট
এক্টিভ হবে।
একাউন্ট খোলা শেষ হলে আপনি পাবেন ২০ পয়েন্ট। আর এটা দিয়ে
এখন ইচ্ছামত যেকোন
নাম্বারে ফ্রি কথা বলুন।
বিঃ দ্রঃ কথা বলতে হলে আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে। আর পয়েন্ট আর্ন করা খুব সহজ। আপনি দেখবেন ঐখানে More নামে নিচে একটা অপসন আছে তারপর ঐখানে ক্লিক করে,ভিডিও দেখবেন,ডেইলি চেকইন করবেন,স্পিন করবেন,লটারি খেলবেন তাহলে পয়েন্ট পাবেন। তারপর পয়েন্ট পেলে ব্যাক করবেন। তারপরে কল বাটন এর মতো চিহ্ন দেখতে পাবেন। ঐখানে গিয়ে নাম্বার তুলে কল করবেন। কল করার আগে আপনি দেশ হিসাবে বাংলাদেশ সিলেক্ট করবেন, যাকে ফোন
করবেন তার ফোনে এই Apps
টি না থাকলেও হবে।
এককথায় তার সাধারন ফোন
হলেও ফ্রি কল যাবে।
প্রতিদিন যত বেশি পয়েন্ট থাকবে তত
কথা বলতে পারবেন। আর
কথা বলার সময় অবশ্যই
ইন্টারনেট কানেকশন অন
রাখতে হবে। অ্যাপস লিংকঃ
downloed this app দুঃখিত,স্কিনশ্ট দিতে পারলাম না। ফোনে প্রবলেম আমার। ধন্যবাদ সবাইকে,আমার পোষ্টটি মনযোগ সহকারে পড়ার জন্য।
3 months ago (January 20, 2021)
|
74 Views
|
Screenshot Add Korle Valo Hoto
Poste [br] Code Use Korte Hobe . Tahole Post Aro Sundor Hobe
ভালো হয়েছে।