بسم الله الرحمن الرحيم
আস্সালা মোআলাইকুম~প্রিয় পাঠকগন ।
> আসা করি ভালো আছেন।
>আর tipstrickbd তে সবাই ভালোই থাকে।
>আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
>
>আজ আমি আলোচনা করতে যাচ্ছি এন্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ভালো রাখার কয়েকটি টিপস ও ব্যাটারি তারাতারি ড্যামেজ হওয়ার কারন নিয়ে।
>তাই পোরোটা পোস্ট মনদিয়ে পড়ুন ।>
>
> আমরা মোবাইলকে নিযের ইচ্চামতো ব্যাবহার করি।
>
যার কারনে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের।
যেমন ব্যাটারি তারাতারা ড্যামেজ ও এক পর্যয়ে ব্যাটারি ফুলে যায়।
> আমরা অসচেতনতার কারনেই আমাদের হাতের স্মার্টফোন এর ব্যাটারি তারাতারি ড্যামেজ বা নষ্ট হয়ে যায়।
>
> আজ এমন কিছু আলোচনা করব যার কারনে স্মার্টফোন এর ব্যাটারি ড্যামেজ বা নষ্ট হয়ে যেতে পারে।
>
>
>
১ নং কারন : কমদামি চার্যার ব্যাবহার
>
আমরা অনেক সময় সস্তা চার্যার ব্যাবহার করি।
আসলে আমাদের বর্তমান এন্ড্রোয়েড ফোন গুলার ব্যাটারি এম্পিয়ার বেশি তাই সস্তা চার্যার গুলাতে এম্পিয়ার কম থাকে। তাই এর কারনে ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। তাই ভালো মানের চার্জার ব্যাবহার করা উচিৎ।
>
>
২ নং কারন : অতিরিক্ত গেম খেলা
>
> আমাদের ফোন আমরা অনেক সময় গেম খেলি, গেম খেললে ফোনের অনেক ক্ষতি হয়।
>১অনেকে চার্জে রেখে গেম খেলে এতে আরো অনেক বেশি ক্ষতি হয়৷
> এজন্য ও আমাদের ব্যাটারি এর ড্যামেজ হয়ে ফুলে যেতে পারে।
>
>
৩ নং কারন : রোদে অনেক সময় ফোন রাখা
>
অনেক সময় ফোন রোদে রেখে আসলে ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং ব্যাটারি গরম হয়ে ফুলে যেতে পারে।
>
> তাই বেশিক্ষন রোদে ফোন রাখবেন না।
>
>
৪ নং কারন : ব্যাটারি তৈরীর সময় ক্রুটি
> এই ভুলটি ব্যবহারকারীর নেই।এটা যে কোম্পানি মোবাইল টি তৈরি করে কোম্পানির ভুল। লিথিয়াম আয়ন ব্যাটারীতে ঠিকভাবে পরীক্ষা না করে দেওয়ার কারনে ব্যাটারি ফুলে যেতে পারে।যদি না ফুলে তাহলেও তারাতারি নষ্ট হয়ে যায়।
>তাই আমাদের উপরিউক্ত কারনগুলু এড়িয়ে চলা দরকার।তাহলেই আমাদের ফোনের ব্যাটারি ভালো থাকবে
>
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (January 20, 2021)
|
133 Views
|