بسم الله الرحمن الرحيم
আজকে আপনাদের মাঝে
আরেকটা গুরুত্বপূর্ণ টিপস
শেয়ার করব।
বর্তমান যুগ তথ্য ও
প্রযুক্তির।
ফোন ছাড়া আমরা পুরাই
অচল।
ছোট বড় আমরা প্রায় সবাই
ফোন ব্যাবহার করি।
কিন্তু আমাদের সব চেয়ে
বেশি যে সমস্যায় পড়তে
হয় সেটা হলো স্মাটফোন
এর চার্য নিয়ে।
এটি একটি বড় সমস্যা।
তবে আমাদের কিছু
সচেতনতা ও কিছু ধারনা
থাকলে আমাদের
স্মাটফোন এর চার্য নিয়ে
ভাবতে হতে হবে না।
আজকে স্মাটফোন এর
চার্য ও ব্যাটারি ভাল
রাখার উপায় আপনাদের
মাঝে আলোচনা করব।
আগের মোবাইল ডিভাইস
গুলোতে লিথিয়াম আয়ন
ব্যাটারি থাকতো
না,এজন্য অনেক কম চার্য
ব্যাক আপ দিত।কিন্তু এখন
প্রায় স্মাটফোন গুলোতে
লিথিয়াম আয়ন ব্যাটারি
সংযুক্ত থাকে ফলে
একবার চার্য দিলে
স্টান্ডবাই কয়েকদিন
পযন্ত যেতে পারে। কিন্তু
বয়স বৃদ্ধির সাথে সাথে
এর কার্যক্ষমতা ও কমে
যায়।স্মাটফোন এর ব্যাটারি
ভালো রাখার ও ভাল
ব্যাকআপ পাওয়ার জন্য
২০% এর নিচে নামার
আগেই স্মাটর্ফোন চার্যে
লাগাতে হবে।
এবং ১০০% হলে ই বা তার
আগে ই খুলতে হবে চার্য
থেকে।
আমরা অনেকে মনে করি
নতুন স্মাটফোন কিনে ৮
ঘন্টা বা ১০ ঘন্টা চার্য
দিতে হবে।
আসলে বর্তমানে
স্মাটফোন গুলোতে
লিথিয়াম আয়ন ব্যাবহার
করার
2 years ago (January 24, 2021)
|
135 Views
|