بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>স্মার্টফোনের
প্রসেসিংয়ের শক্তি ক্রমেই
বাড়ছে।
>
>সেই সাথে
থাকছে বড় ব্যাটারি এবং
দ্রুতগতির চার্জিং প্রযুক্তি।
>
>অনেক সময় স্মার্টফোন খুবই
গরম হয়ে যায়।
>
>কাজের সময়,
চার্জ দেয়ার সময়, ভিডিও
চালানো বা ধারণ করার
সময় কিংবা গেমিং বা
ভারী কোনো অ্যাপ
ব্যবহারের সময় ফোন বেশি
গরম হচ্ছে।
>
>তো এই সমস্যার সমাধান নিয়ে আমার আজকের পোস্ট।
>
>তো দেরি না করে শুরু করি।
>
>অধিকাংশ ক্ষেত্রে ফোন
গরম হওয়ার বিষয়টিকে
হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয়
বলে ধরা হয়।
>
>তবে ঠিক কি
কারণে ফোন অতিরিক্ত গরম
হচ্ছে বা এটি ঠেকানোর
উপায় কি, জেনে নেয়া
যাক।
>
>আপনার ফোন কম দামি বলে
বেশি গরম হয়, তা ঠিক নয়।
>
>স্বাভাবিকভাবে
স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি
সেলসিয়াস পর্যন্ত গরম হতে
পারে।
>
>তবে স্ট্যান্ডবাই
মোডেও যদি ফোনটি ৩৫-৪৭
ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
গরম হয় তবে বুঝবেন আপনার
ফোনে সমস্যা আছে।
>
>মোবাইল কোম্পানিগুলো
বর্তমানে স্মার্টফোন দিন
দিন পাতলা করছে।
>
>তবে
তার তুলনায় ব্যাটারির
প্রযুক্তি তেমন উন্নত হয়নি।
>
>ব্যাটারি যত বেশি দুর্বল
হবে ফোন তত বেশি তাপ
উৎপন্ন করবে।
>
>ব্যাটারি
চার্জ নেয়ার সময় অথবা
ডিচার্জ হওয়ার সময়ও ফোন
বেশি গরম হয়।
>
>স্মার্টফোন গরম হওয়ার
একটি কারণ হচ্ছে প্রসেসর
গরম হয়ে যাওয়া।
>
>আপনারা
হয়তো অনেকেই জানেন
স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে
প্রসেসর।
>
>প্রসেসর এমন একটি
ডিভাইস, যা সবসময় কাজ
করে।
>
>আপনি ফোন ব্যবহার
করেন আর নাই করেন।
>
>ক্ষুদ্র
ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে
প্রসেসর তৈরি হয়।
>
>প্রসেসর
স্মার্টফোনের বডির সাথে
লাগানো থাকে, ফলে তাপ
অনুভব হয়।
>
>ফোন গরম হওয়ার আরেকটি
কারণ হচ্ছে দুর্বল
নেটওয়ার্ক।
>
>আপনার ফোনে
যদি নেটওয়ার্ক দুর্বল থাকে
তখন সিগন্যাল যায় আর আসে।
>
>আবার ওয়াইফাই ব্যবহারে
সিগন্যালের জন্য অনেক বেগ
পেতে হয়।
>
>দুর্বল
নেটওয়ার্কের জন্য ফোনে
বেশি চাপ পরে, ফলে
স্মার্টফোন অত্যধিক গরম হয়।
>
>এবার জেনে নেয়া যাক
স্মার্টফোন অতিরিক্ত গরম
হওয়া থেকে রক্ষা পাবেন
যেভাবে।
>
>অনেকেই অনেক সময়
স্মার্টফোনের সঙ্গে
অতিরিক্ত কভার বা কেসযুক্ত
করে ব্যবহার করেন।
>
>এ ধরনের
কেস ফোন থেকে বের হওয়া
গরম আটকে রেখে ফোন
বেশি গরম করে।
>
>ফোন যদি
অতিরিক্ত গরম হয় তবে এ
ধরনের কেস বা কভার
সরিয়ে ফেলুন।
>
> খেয়াল রাখবেন যে,
ফোনে যেন চার্জ থাকে।
>
>একসাথে বেশি অ্যাপস চালু
করে রাখবেন না।
>
>ফোনের
অতিরিক্ত অ্যাপস
ব্যাকগ্রাউন্ডে বেশি
জায়গা নিচ্ছে কিনা
সেদিকে খেয়াল রাখুন।
>
>স্মার্টফোন বেশি ব্যবহার
করলে বা ফোনে অতিরিক্ত
গেমস খেললে গরম হয় এটা
একেবারেই ঠিক নয়।
>
>সবসময় ওয়াইফাই ব্যবহার
করা থেকে বিরত থাকুন।
>
>পাশাপাশি, সবসময় ডেটা
চালু করে রাখা উচিত নয়।
>
>অনেকেই ফোনের সঙ্গে
সারারাত চার্জার
লাগিয়ে রাখেন।
>
>সারারাত চার্জ দেয়ার
ফলে দীর্ঘমেয়াদে
ব্যাটারির সক্ষমতার ওপর
প্রভাব পড়ে এবং ফোন গরম
হয়।
>
>অনেক সময় অতিরিক্ত
গরমে ফোনে আগুন লাগার
ঘটনাও ঘটতে পারে।
>
>এইগুলো থেকে বিরত থাকবেন।
>
>তাহলে আপনার ফোন গরম হবে না।
>
>ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 month ago (February 2, 2021)
|
50 Views
|