بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>বর্তমানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সবারই প্রয়োজন ইন্টারনেট।
>
> আর বর্তমানে ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারিনা।
>
>কারণ ইন্টারনেটের মাধ্যমে আমাদের প্রায় সকল কাজ ঘরে বসেই করা সম্ভব।
>
>আর আমরা অনেকেই দেখে থাকি যে কখনো কখনো আমাদের ইন্টারনেট স্পিড ডাউন হয়ে যায়।
>
>তখন আমাদের বিভিন্ন কাজ করতে সমস্যা হয়, এবং প্রয়োজনের সময় কাজটা সঠিক ভাবে করা হয় না।
>
>আজকের পোস্টে আিমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনার ইন্টারনেট স্পিড চেক করবেন।
>
>তো দেরি না করে শুরু করা যাক।
>
>আমাদের চারপাশে
প্রযুক্তির ব্যবহার অনেক
বাড়ছে।
>
>তাই
ইন্টারনেট ছাড়া এখন
এক বেলাও আমাদের
চলে না।
>
>অধিকাংশ মানুষের
কাছেই ইন্টারনেট
এখন অনেকটাই
মৌলিক চাহিদার
মতো।
>
>কিন্তু আমরা যে
ইন্টারনেট ব্যবহার
করি এর গতি সবসময়
ঠিক থাকে না।
>
>মাঝেমধ্যেই
ইন্টারনেটের গতি
নিয়ে ঝামেলা
সৃষ্টি হয়।
>
>আপনার ইন্টারনেটেরর
গতি কি আপনি
ঠিকমতো পাচ্ছেন
বা গতি যে সত্যিই কম।
তা বুঝবেন কীভাবে?
>
>আপনি যে গতির
ইন্টারনেট প্যাক ক্রয়
করছেন, সেটা
ঠিকঠাক পাচ্ছেন কি
না তা চেক করতে
পারেন কয়েকটি
ওয়েবসাইট ভিজিট
করে।
>
>এর মাধ্যমে
দেখে দিতে
পারবেন আপনি সেই
মুহূর্তে সুনির্দিষ্ট কত
স্পিডের ইন্টারনেট
ব্যবহার করছেন।
>
>ইন্টারনেটের গতি
চেক করার
ওয়েবসাইটগুলোর
মধ্যে অন্যতম- Fast.com,
Speedof,
Highspeedinternet,
Speedtest, Testmy।
>
>এই ওয়েবসাইট গুলো ব্যাবহার করে ইন্টারনেটের গতি জানতে পারবেন।
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (February 28, 2021)
|
148 Views
|