بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>মৃত্যু এমন এক বিষয় কখন
কিভাবে আসতে
পারে তা কেউ বলতে
পারে না।
>
>মানুষের
নিজের হাতে থাকে
না এই বিষয়টি।
>
>তবে
যেটি মানুষের
হাতে থাকে তার কি
হতে পারে।
>
>এই যেমন
আপনার Google
অ্যাকাউন্ট।
>
>যেখানে
জীবনের বিভিন্ন
গুরুত্বপূর্ণ তথ্য সেভ করা
থাকে।
>
>হঠাৎ যদি
কোনও কারণে আপনার
মৃত্যু হয়, তাহলে কী
হবে সেই
অ্যাকাউন্টের।
>
>আপনার
গোপনীয় তথ্য, ছবি,
ইমেল ছাড়াও Google
অ্যাকাউন্টে এমন
অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেভ
করা থাকে, যেগুলি
একান্তই ব্যক্তিগত।
>
>কিন্তু মৃত্যুর পর সেগুলির
কী হবে।
>
>অন্য কারও
হবে এমন কাণ্ড
যাতে না ঘটে, তা
নিশ্চিত করতে
সম্প্রতি নতুন এক ফিচার
নিয়ে হাজির
হয়েছে Google।
>
>সেই
ফিচারটির নাম
Inactive Account
Manager।
>
>নতুন এই
ইনঅ্যাকটিভ
অ্যাকাউন্ট
ম্যানেজার
ফিচারের সাহায্যে
মৃত্যুর পর আপনার Google
অ্যাকাউন্টের কী
হবে তা এখন থেকেই
ঠিক করে রাখতে
পারেন।
>
>অ্যাকাউন্ট ব্যবহার
বন্ধ করলে Google-এর
সেভ থাকা তথ্যের কী
হবে, তা-ও এখন
থেকেই ঠিক করতে
পারবেন আপনি।
>
>নির্দিষ্ট দিনের জন্য
অ্যাকাউন্ট ব্যবহার
না করলে, আপনি যে
কোনও প্রিয়জনকে
সেই বিষয়ে
নোটিফাই করতে
পারবেন।
>
>এছাড়াও
আপনার সব তথ্য Google-
কে ডিলিট করে
দেওয়ার অনুরোধও
জানানো যাবে।
>
>এর
ফলে নির্দিষ্ট সময়
আপনি অ্যাকাউন্ট
ব্যবহার না করলেও,
আপনার অ্যাকাউন্টের
সব ডাটা ডিলিট করে
দেবে Google।
>
>Inactive Account
Manager কীভাবে
সেটআপ করবেন।
>
> ক্রোম ব্রাউজার খুলুন এবং
তারপরে
এখানে ক্লিক করুন[/url]
>
>এরপর বাঁ দিকে Data &
Personalization অপশনে
ক্লিক করুন।
>
>Google account
settings
স্ক্রল ডাউন করে
‘Download, delete, or
make a plan for your
data’ অপশনে ক্লিক
করুন।
>
>Google account
এবার Make a plan
for your account
অপশনে ক্লিক করে
Start বাটনে ট্যাপ
করুন।
>
>Inactive account
manager
এর পর কতদিন
অ্যাকাউন্ট ব্যবহার
না করলে তা
ইনঅ্যাকটিভ হবে,
সিলেক্ট করুন।
>
>তার জন্য পেনসিল
আইকনে ক্লিক করে ৩
মাস থেকে শুরু করে ৬
মাস, ১২ মাস বা ১৮
মাস পর্যন্ত সময়
সিলেক্ট করা যাবে।
>
>Google account
inactive
এবার একটি ফোন
নম্বর অ্যাড করুন।
>
>অ্যাকাউন্টের তথ্য
ডিলিট করার আগে এই
নম্বরে মেসেজ করে
পাঠাবে Google।
>
>১০ জন মানুষকেও
সিলেক্ট করতে
পারবেন।
>
>এই
মানুষদের আপনি
নিজের ব্যক্তিগত তথ্যর
কিছু অংশ শেয়ার
করতে পারবেন।
>
>তার জন্য আপনাকে
Add Person সিলেক্ট
করে তাঁদের ইমেল
অ্যাড্রেস দিতে
হবে।
>
>এছাড়াও আর কী
কী তথ্য শেয়ার করতে
চান তা-ও সিলেক্ট
করুন।
>
>এবার তাঁদের ফোন
নম্বর এন্টার করে সেভ
করুন।
>
>এছাড়াও চাইলে
আপনি ব্যক্তিগত
মেসেজ যোগ করতে
পারবেন।
>
>অ্যাকাউন্ট
সেট আপের সময়
কন্টাক্টের কাছে
কোনও মেসেজ যাবে
না।
>
>তার ঠিক পরেই
সাবজেক্ট অ্যাড করে
সেভ করুন।
>
>Next সিলেক্ট করে
‘Yes, delete my
inactive Google
Account’ টগল এনাবল্
করুন।
>
>এর পর নির্দিষ্ট
সময়ে আপনার
অ্যাকাউন্ট ডিলিট
হয়ে যাবে।
>
>Review plan
চাইলে আপনি
অ্যাকাউন্ট ডিলিট
না করার সিদ্ধান্তও
নিতে পারেন।
>
>সেক্ষেত্রে টগলটি
ডিসেবল্ রাখতে
হবে।
>
>Confirm plan
এবার সব কাজ
ঠিকঠাক করলে কী
না, তা যাচাই করতে
প্রথমে Review Plan-এ
ক্লিক করুন।
>
>তার পরে
সেভ করতে Confirm
Plan-এ ক্লিক করুন।
>
>নির্দিষ্ট সময়ের
পরে আপনি চাইলে
আপনার অ্যাকাউন্টের
সব তথ্য ডিলিট করে
দেবে Google।
>
>তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
Wow Nice Post .