প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
চার্জ নিয়ে সমস্যার মুখোমুখি অনেকেই। মোবাইল বা ল্যাপটপ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি প্রায়ই হতে হচ্ছে। বিশেষ করে ইন্টারনেট চালু রাখলে কিংবা বেশি গেম খেললে, চার্জ ফুরিয়ে যায় দ্রুত। তবে কিছু প্রক্রিয়া মেনে চললেই মোবাইল বা ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়বে, চার্জও থাকবে বেশি সময়। অনেক সময় ব্যাটারির আয়ু নির্ভর করে চারপাশের তাপমাত্রার ওপর। শূন্য ডিগ্রির নিচে অথবা ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রায় ব্যাটারি রাখা হলে চার্জ দ্রæত কমে যায়। তাই কখনই সরাসরি রোদে মোবাইল রাখবেন না। মোবাইল বা ল্যাপটপ অল্প সময়ের জন্য চার্জে না বসিয়ে একেবারে ফুলচার্জ করে নেবেন। ফুল চার্জ হওয়ার পরে চার্জের সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন। তাহলেও চার্জ নিয়ে কম সমস্যায় পড়তে হবে। যে ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, সে ব্র্যান্ডের চার্জার ব্যবহার করা ভালো। তাহলেও সুফল পাওয়া যাবেতাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
6 Like |
Mar 11, 2021 | No Comments | 45 Views
Mar 10, 2021 | No Comments | 56 Views
Mar 10, 2021 | No Comments | 45 Views
Mar 8, 2021 | No Comments | 57 Views