بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় সমস্যা হলো স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া।
>
>তখন ফোনে নতুন করে কোনো কিছু সংরক্ষণ করতে গেলে বেশ ঝামেলা পোহাতে হয়।
>
>হাই রেজল্যুশন আলোকচিত্র আর ভিডিও ফোনের সব থেকে বেশি জায়গা নিয়ে থাকে।
>
>আর এর ফলে ফোন খালি করার জন্য কিছুদিন পরপরই ল্যাপটপে/পিসিতে ফাইল ট্রান্সফার করতে হয় বা বিভিন্ন গেম, অ্যাপ ও ফাইল ডিলিট করতে হয়।
>
>বেশ কিছু পদ্ধতিতে ফোনের স্টোরেজ ফাঁকা করা যায়।
>
>আসুন জেনে নিই।
>
>অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন।
>
>স্মার্টফোনের স্টোরেজে একটি বিরাট অংশজুড়ে থাকে অ্যাপ।
>
>তাই ফোনে যদি এমন অ্যাপ ইনস্টল থাকে, যা আপনি কখনোই ব্যবহার করেন না, তাহলে এখনই সেই অ্যাপ আনইনস্টল করে ফেলুন।
>
>এতে আপনার ফোনের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে।
>
>ফোনে সেটিংস থেকে স্টোরেজ ফাঁকা করুন।
>
>অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ফোনের সেটিংস থেকে সহজেই অনেক স্টোরেজ খালি করতে পারবেন।
>
>এটি করতে সেটিংসে গিয়ে স্টোরেজ সিলেক্ট করুন।
>
>এরপর ফ্রি আপ স্পেস অপশন সিলেক্ট করে ফোনের অপ্রয়োজনীয় সব ফাইল এক ক্লিকে ডিলিট করে ফোনের স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন।
>
>অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ‘অরিও’তে এই ফিচার এসেছে।
>
>ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন।
>
>ফোনে মাল্টিমিডিয়া ফাইল রাখার জন্য বিভিন্ন ক্লাউড সার্ভিস ব্যবহার করা যেতে পারে।
>
>গুগল ফটোস অ্যাপে বিনা মূল্যে অসংখ্য ছবি ও ভিডিও ক্লাউডে স্টোর করে রাখা যায়।
>
>এ ছাড়া আইফোন ব্যবহারকারীরা আইক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন।
>
>ক্লাউড সার্ভিসে ছবি ও ভিডিও আপলোড হয়ে গেলে ফোন থেকে তা ডিলিট করে দিন।
>
>অনলাইন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করুন।
>
>গান শোনা বা ভিডিও দেখার ফোনে ফাইল স্টোর না করে অনলাইন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করুন।
>
>এর ফলে আপনার ফোনে অনেক স্টোরেজ ফাঁকা হয়ে যাবে।
>
>ফোনে ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করুন।
>
>ক্যাশ ফাইল হলো আপনার ফোনের অস্থায়ী ফাইল।
>
>একবার ব্যবহারের পর এই ফাইল আর তেমন জরুরি কোনো কাজে লাগে না।
>
>কিন্তু আমাদের ফোনে এই ফাইলগুলো চিরতরে সেভ হয়ে থাকে।
>
>তাই নিয়মিত এই ফাইলগুলো পরিষ্কার করলে ফোনের স্টোরেজ খালি হবে।
>
>ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ অপশনে গেলে ক্যাশ ডাটা নামের অপশন দেখা যাবে।
>
>সেখান থেকে ফোনের ক্যাশ ডাটা ক্লিন করতে পারবেন।
>
>আলাদা মেমোরি কার্ড ব্যবহার করুন।
>
>ফোনের স্টোরেজ ফুল হওয়া থেকে রক্ষা পাওয়ার সহজতম উপায় হলো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা।
>
>এতে ফোনের অভ্যন্তরীণ মেমোরিতে চাপ পড়ে না, নিশ্চিন্তে ফোনেই সব ধরনের অ্যাপ, গেম ও মিডিয়া ফাইল রাখা যায়।
>
>কিন্তু ইদানীং অনেক স্মার্টফোনেই মেমোরি কার্ডের স্লট থাকছে না।
>
>সুতরাং এদের জন্য ওপরের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।
>
>ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 month ago (March 10, 2021)
|
56 Views
|