بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার জন্য অনেক অ্যাপ আছে।
>
>আবার এমন অনেক স্মার্টফোন আছে, যেগুলোতে এ রকম কোনো অপশনই থাকে না।
>
>তবে অতিরিক্ত কোনো অ্যাপ ছাড়াও এই কাজ করা যায়।
>
>এ জন্য ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে প্রথমে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে।
>
>তো চলুন বিস্তারিত জানা যাক।
>
>এরপর ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজারে . (ডট) দিয়ে ফোল্ডার তৈরি করতে হবে।
>
>যদি তা করা না যায় তাহলে গুগল প্লেস্টোর থেকে Mi file manager অথবা ES Explorer বা অন্য যেকোনো ফাইল ম্যানেজার ডাউনলোড করতে হবে।
>
>তারপর ঐ বানানো ফোল্ডারের একটি নাম দিতে হবে।
>
>নাম যা-ই দেওয়া হোক না কেন, সামনে শুধু একটি . (ডট) বসিয়ে দিতে হবে, যেমন .flower।
>
>এরপর OK দিতে হবে।
>
>ব্যস, ফোল্ডারটি হাইড হয়ে গেল।
>
>এখন যেহেতু ফোল্ডারটি হাইড করা, তাই ফোল্ডারটি দেখা যাবে না।
>
>এ জন্য ফাইল ম্যানেজারের Settings-এ গিয়ে ‘Show Hidden Files’ অফ করা থাকলে অন করে দিতে হবে।
>
>এবার ব্যক্তিগত যে ফাইলগুলো হাইড করতে হবে সেগুলো ওই ফোল্ডারে সরিয়ে নিতে হবে।
>
>এইভাবে ফোল্ডার হাইড করতে পারবেন।
>
>ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 11, 2021)
|
206 Views
|