بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আপনার পচ্ছন্দ হোক আর নাই হোক আপনার ফোনে করোনাভাইরাস ট্র্যাকার সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে।
>
>আপনার অজান্তেই কোভিড-১৯ এক্সপোজার লগিং নামের এই অ্যাপ আপনার ফোনের সেটিংসে সয়ংক্রিয়ভাবে চলে আসবে।
>
>এমনই এক অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে যুক্তরাজ্য।
>
>আসুন জেনে নেই বিস্তারিত।
>
>অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ফোনে যা যুক্ত করা হয়েছে তা হ’ল এক্সপোজার নোটিফিকেশন এপিআই।
>
>এটি নিজেই কোনও অ্যাপ্লিকেশন নয়, এটি অ্যাপল এবং গুগলের দ্বারা নির্মিত একটি অন্তর্নিহিত প্রযুক্তি যা জনস্বাস্থ্য সংস্থাগুলির তৈরি করোনভাইরাস ট্র্যাকিং অ্যাপ্লিকেশনগুলিকে কাজ করার অনুমতি দেয়।
>
>ধারনা করা হচ্ছে মহামারী ছড়ানো বন্ধে সাহায্য করবে অ্যাপটি।
>
>ব্রিটেন সরকার আশা করে যে কোভিড সনাক্তকারী অন্য কোনও ব্যক্তির সংস্পর্শে আসলে অন্যান্যদের সচেতন করতে সহায়তা করবে সফটওয়্যারটি।
>
>এই প্রকল্পের পরে যুক্তরাজ্য সরকারকে বিভিন্ন ধরণের যোগাযোগের ট্রেসিং অ্যাপের পরিকল্পনা বাদ দিতে হয়েছে।
>
>যদিও ব্রিটেনের সব জায়গায় এই অ্যাপ এখনও পৌঁছায়নি।
>
>অ্যাপ্লিকেশনটি আপনার কয়েক মিটারের মধ্যে আসা প্রতিটি ফোনে যোগাযোগের ট্রেসিং সিস্টেমের সাহায্যে লগ ইন করে কাজ শুরু করবে।
>
>যদি সেই ফোনের মালিক পরবর্তীকালে কোভিড -১৯ শনাক্ত হয় তবে আপনি আইসোলেট হওয়ার কথা জেনে একটি বিজ্ঞপ্তি পাবেন।
>
>লিভারপুল ইকো বলছে যে অ্যাপল এবং গুগল ১০ এপ্রিল তাদের যৌথ প্রয়াসের ঘোষণা দিয়েছে এবং অ্যাপল আইওএস ১৩.৫ দিয়ে এই পরিকল্পনাটি কার্যকর করেছে ।
>
>আপনার যদি আইফোন থাকে তবে আপনি সেটিংসের প্রাইভেসিতে যেয়ে তারপর হেলথে গিয়ে নতুন প্রযুক্তিটি আবিষ্কার করতে পারেন।
>
>ব্রিটেন সরকারও এখন নিজস্ব অ্যাপটি বাদ দিয়ে যোগাযোগ ট্র্যাকিং সিস্টেমের জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করতে অ্যাপল এবং গুগলের সাথে কাজ করার পরিকল্পনা করছে।
>
>ধন্যবাদ সবাইকে আমার পোষ্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 11, 2021)
|
141 Views
|