بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>হঠাৎ করে ফেসবুকে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে।
>
>মাঝে মাঝে ব্যবহারকারীরা আইডি লগিন করতে পারছেন না।
>
>আবার ব্যবহারকারীদের আইডি থেকে নাম হারিয়ে যাচ্ছে।
>
>সোমবার মধ্যরাত থেকে এ সমস্যা শুরু হয়।
>
>বুধবার সন্ধ্যা পর্যন্ত এ সমস্যা থাকতে পারে বলে জানা গেছে।
>
>মেইনটেন্যান্সের কারণে বিশ্বজুড়ে এ সমস্যা হচ্ছে।
>
>মঙ্গলবার দুপুরে দেখা যায়, একাধিক ব্যক্তির আইডি থেকে নাম মুছে গেছে।
>
>তবে এ সমস্যা ব্যবহারকারী নিজের মতো করে সমাধান করে নিতে পারেন।
>
>বহু ব্যবহারকারী তাদের আইডিতে নাম মুছে যেতে দেখছে।
>
>তবে সেটিংসে গিয়ে নাম ঠিক করে নিতে পারেন।
>
>এজন্য ব্যবহারকারীকে আইডিতে প্রবেশ করে সেটিংসে যেতে হবে।
>
>সেটিংয়ের জেনারেল অপশনে গিয়ে নেম-এ ক্লিক করে চেঞ্জ নেমে গিয়ে সিলেক্ট প্রিভিয়াস নেমে নিজের নামটি সিলেক্ট করে সেভ করলে নাম সেভ হবে। (Settings> General > Name> Change Name> Seltect Previeous Name> Save.
>
>এদিকে সোমবার রাত থেকে অনেক আইডিতে লগইন করতে গেলে একটি মেসেজ দেখাচ্ছে ফেসবুক।
>
>সেখানে লেখা হয়েছে, ফেসবুক খুব শিগগিরই চালু হবে।
>
>প্রয়োজনীয় মেইনটেন্যান্সের জন্য এই মুহূর্তে ফেসবুক ডাউন আছে।
>
>কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন।
>
>বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বড় প্ল্যাটফর্ম ‘সাইবার ৭১’-এর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মেইনটেন্যান্সের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে।
>
>বহু ব্যবহারকারী লগইন করতে গেলে ফেসবুক বন্ধ পাচ্ছে।
>
>যদিও ফেসবুক এ জন্য কোনো পূর্বঘোষণা দেয়নি।
>
>তবে দ্রুতই ঠিক হয়ে যাবে।
>
>ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 10, 2021)
|
148 Views
|