بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>করোনা সংক্রমণের ফলে বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে অনলাইন কেনাকাটায়।
>
>বিষয়টি মাথায় রেখে ব্যবহারকারীদের অনলাইন-ভিত্তিক ব্যবসা পরিচালনার সুযোগ দিতে ‘ফেসবুক শপস’ ফিচার চালু করেছে ফেসবুক।
>
>আসুন জেনে নিই বিস্তারিত।
>
>ফিচারটি কাজে লাগিয়ে নিজেদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে অনলাইন দোকান খুলে বিভিন্ন পণ্যের তথ্য ও ছবি প্রদর্শন করা যাবে।
>
>পছন্দ হলে অর্থের বিনিময়ে সরাসরি দোকান থেকে পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
>
>পণ্যের মান বা দাম নিয়ে আলোচনাও করতে পারবেন।
>
>দোকানদাররা চাইলে লাইভে এসে পণ্যের প্রচারণা চালানোর সুযোগ পাবেন।
>
>ফলে প্রচলিত ফেসবুক পেজ ও ই-কমার্স সাইটগুলোর চেয়ে স্বচ্ছন্দে পণ্য বিক্রির সুযোগ মিলবে।
>
>পর্যায়ক্রমে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও ফিচারটি চালু হবে।
>
>এর ফলে ব্যাবসা করা অনেক সহজ হবে।
>
>এবং সাবলম্বি হবে অনেক নতুন উদ্যোগতারা। ধন্যবাদ সবাইকে আমার পোষ্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 11, 2021)
|
151 Views
|