بسم الله الرحمن الرحيم
আসসালামুয়ালাইকুম । আসাকরি সবাই ভালো আছেন আমিও ভালো আছি । এটা আমার টিপস টিকবিডিত প্রথম পোষ্ট তাই কোন ভুল হলে খমা করে দিবেন । আর পোষ্টি পড়লে অবস্যয় কমেন্ট করবেন ।
চলুন শুরু করা যাক আজকের বিষয়
গতকাল ফেসবুক একটা নতুন আপডেট দিছে যেটা আপনারা সবাই লক্ষ করেছেন কিন্তু বুঝতে পারেন নি আমি সেই নতুন আপডেট সম্পর্কে বলতেছি ।
আপডেট * যাদের ফেসবুকে প্রোফাইল লক করা আছে তারা যদি প্রোফাইল বা কোনো গ্রুপে পোষ্ট করে তাহলে তাদের পোষ্টে শুধু তার ফেসবুক ফ্রেন্ডরা কমেন্ট করতে পারবে * আর অন্য কেউ কমেন্ট করতে পারবেনা * আসাকরি বুঝতে পারছন * এতে করে যেই কোম্পানিগুলো ফেসবুকে নিজের প্রোডাক্ট বিক্রি করে তারা অনেক খতি হবে । এবং কেউ আর কোন গ্রুপে পৌস্ট করতে চাইবেনা ।
আমার কাছে এই আপডেট টি ভালো লাগেনি * আপনাদের মতামত কমেন্টে বলেন ।
4 weeks ago (March 24, 2021)
|
48 Views
|