بسم الله الرحمن الرحيم
প্রথমে আমার সালাম নিবেন।।।আশা করি ভালো আছেন।।আর ভালো থাকবেন না বাই কেন Tipstrickbd এর সাথে থাকলে সবাই ভালো থাকে।।।
তো আমি তো অনেক বকবক করে ফেললাম এবার আসল কথায় আসি।।।
টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি চমৎকার একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।।।
এবার শুরু করা যাক।।।
প্রথমে Opera Mini 4.21 লাগবে ।।।
তারপর কাউকে কমেন্টে মেনশন করতে গেলে তার প্রোফাইলে যেতে হবে।।।
তারপর Enter address এ যেতে হবে।।।enter Address এ দেখবেন 1000……কিছু সংখ্যা রয়েছে ওই সংখ্যা গুলো কপি করেন।।।তারপর রিপ্লাই বক্সে @[100:]কপি করা সংখ্যা গুলো পেস্ট করে দেন।।।আমি যে 100 দিয়েছি তা দিবেন না ওই জায়গায় কপি করা সংখ্যা গুলো পেস্ট করে দিবেন।।।এভাবে পোস্টেও মেনশন করা যায়।।ধন্যবাদ।।।
3 months ago (January 10, 2021)
|
75 Views
|