بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আজকে আমি আপনাদের জন্য একটি
গ্রামীনফোনের MB অফার
নিয়ে হাজির হয়েছি ৷
>
>আজকাল ফোন
কোম্পানিগুলো কম টাকায় অফার দিতেই চায় না,
তারা শুধু একটি সিমের জন্য
বা আলাদা আলাদা সিমের
জন্য আলাদা আলাদা অফার
করে থাকে, আর যেই সব অফার দেই সব বেশি দামের ৷
>
>আগে একটি অফার একজন
পেলে সবাই পেতো কিন্তু
এখন সিম কোম্পানিগুলো খুব চালাক আর দেই না কম টাকার মধ্যে নেট অফার ৷
>
>একটি
অফার একটি সিমের জন্য
তৈরি করে তারা ৷ অন্য
সিম থেকে ট্রাই করলে
বেশিরভাগ সময় পাওয়া
যায় না ৷
>
>তবে আমি আজকের
mb অফারটি আমি আমার সিম থেকে আর আমার আপুর সিম থেকে
ট্রাই করেছি সফল
হয়েছি ২ সিমেই।
>
>তাই বিষয়টা Tipstrickbd তে শেয়ার করলাম।
আপনারা চেষ্টা করে দেখতে পারেন। হতে পারে
আপনারাও পেতে পারেন ৷
যাই হোক আসল প্রসঙ্গে
যাওয়া যাক ৷
গ্রামীন ফোনের নতুন অফার
১১ টাকায় ১ জিবি নেট ৭
দিনের জন্য ৷
কি ভাবে পাবেন,
প্রথমে ডায়াল করুন
*121*5044#
তারপর successfully লেখা
আসবে
তারপর ম্যাসেজ আসবে এই
রকম
1GB internet for 7 Days started
successfully.
Charge 11TK. To check balance
dial *121#
07 Day
সর্বোচ্চঃ তিনবার
নিতে পারবেন ৷
ব্যালেন্স চেকঃ
ডায়াল করুন
*121*1*2#
(বি.দ্র) এই অফারটি সবাই
নাও পেতে পারেন, যদি আপনি মেসেজ পেয়ে থাকেন
তবে পেতে পারেন। তবে আমি আমার ফোনে মেসেজ পাই নি, আপুর ফোনে পেয়েছিলাম। তাও চেষ্টা করে দেখতে পারেন,
পেতেও তো পারেন।
গ্রামীনফোনে 11
টাকায় 1 জিবি 7 দিনের
জন্য সর্বোচ্চ তিনবার
পাবেন ..
১জিবি ইন্টারনেট ১১টাকা
(সর্বোচ্চ ৩বার),মেয়াদ
৭দিন।নিতে ডায়াল
*১২১*৫০৪৪#
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
3 months ago (January 22, 2021)
|
91 Views
|
good post
Oi Eishob Kono Post Holo,