প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
বর্তমানে ফ্রিল্যান্সিং কাজের মধ্যে গ্রাফিক ডিজাইন শিখার আগ্রহটা বেশি দেখা যায় । অনলাইনে গ্রাফিক ডিজাইন শিখার সুযোগ রয়েছে অনেক । একজন ভাল মানের ডিজাইনারের চাহিদা মার্কেটপ্লেসে অনেক বেশি । গ্রাফিক ডিজাইন শিখার পর অনেকদিন অনুশীলন করার পরে যে কেউ ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারে ।
গ্রাফিক ডিজাইনার হয়ে কেউ জন্ম নেয় না। অনেক অনুশীলন যে কাউকে ভালো গ্রাফিক ডিজাইনার বানাতে পারে ।গ্রাফিক ডিজাইন বিক্রি : অনেক মার্কেটপ্লেস বা সাইট আছে, যেখানে নিজের করা গ্রাফিক ডিজাইনগুলো জমা রাখতে পারেন । সেখানে বিভিন্ন ক্রেতা এসে তাদের পছন্দ অনুযায়ি গ্রাফিক ডিজাইনটি কিনে থাকে । একটা গ্রাফিক ডিজাইন যতবার ইচ্ছা বিক্রি করতে পারেন । অর্থাৎ আপনার একটা গ্রাফিক ডিজাইন অনেকবার বিক্রি হয়ে আপনাকে দিচ্ছে বসে থেকে আয় ।
এরকম জনপ্রিয় সাইট হলো : shutterstock.com
গ্রাফিক ডিজাইন কিভাবে শিখতে পারেন, এই বিষয়ে বিস্তারিত অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালগুলো খুজে বের করুন, সেগুলো পড়ুন কিংবা ভিডিও হলে দেখুন । ইউটিউবে সার্চ করে ভাল ভিডিও সোর্স খুজে বের করতে পারবেন । দেখে দেখে অন্তত ৫টি ডিজাইন করুন এবং এতে আপনার দক্ষতাকে আরও বৃদ্ধি করতে পারবেন ।
গ্রাফিক ডিজাইন শিখার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো : www.udemy.com
www.lynda.comতাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
13 Like |
Jan 24, 2021 | No Comments | 149 Views
Jan 24, 2021 | No Comments | 152 Views
পোষ্ট আরো বড় করে বিস্তারিত লিখবেন
পোস্ট বড় করার চেষ্টা করুন
অব্যশই চেষ্টা করব ।
ধন্যবাদ ।