بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
আজ যে গেমটি নিয়ে আলোচনা করব সেটি হলো গেমলফটের একটি অসাধারন গেম।আমরা জানি গেমলফটের গেম সর্বদায়ই ভালো হয়।
>
গেমটিতে প্রায় অনেকগুলৌ মোড রয়েছে।যা খেলে আপনি মজা পাবেন।কারন মিশন যুক্ত গেম সবাই পছন্দ করে।
>
গেমটিতে অনেক গুলু স্পাইডারম্যান ক্যারেক্টার রয়েছে।যা আপনাকে কয়েন দিয়ে কিনতে হবে।

গেমটি ওপেন করার পর আপনার মিশন বেছে নিয়ে গেমটি স্টার্ট করুন।তারপর গেমটি সুরু হলে আপনার সামনে এনিমি আসলে 5 চেপে এনিমিকে মারুন।আর লাফ দেওয়ার জন্য 2 চাপুন।যদি বড় লাফের প্রয়োজন হয় তাহলে এক সাথে দুই বার 2 চাপুন।
গেমলফটের সবগুলু গেমই আমার কাছে অসাধারন লাগে
>

গেমটি ভালো লাগলে ডাউনলোড করেনিন
click Here To Download>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
3 months ago (January 11, 2021)
|
53 Views
|