بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আমরা অনেকেই নেট ব্যাবহার করে থাকি।
>
>যাদের এন্ড্রয়েড ফোন আছে তারা একটু বেশি ব্যাবহার করে থাকি।
>
>আর যারা জাভা/অন্যকোনো ফোন ব্যাবহার করে থাকি তারা স্বল্প পরিমানে নেট ব্যাবহার করি।
>
>বর্তমানে বাংলাদেশে নেটের যে দাম,ভাই কি বলবো ফকির করে ছাড়বে।
>
>এত দাম দিয়ে তো সবাই নেট কিনতে পারবে না।
>
>তবুও কিছু করার নাই আমাদের নেট চালানো একটা নেশার মতো হয়ে গেছে।
>
>একটা মিনিটো আমরা নেট ছাড়া চলতে পারি না।
>
>তাই আমাদের কে বেশি টাকা দিয়ে নেট কিনতে হয়।
>
>যাদের এন্ড্রয়েড আছে তারা একটু সুবিধা পায়,তারা Wifi ব্যাবহার করে।
>
>এতে তাদের নেট খরচ কম হয়।
>
>তবে আমাদের জাভা ফোনে তো আর Wifi নাই তাই এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে বেশি টাকা দিয়ে নেট কিনতে হয়।
>
>তবে সব কোম্পানি আমাদের জন্য সুবিধা না দিলেও বাংলালিংক কোম্পানি আমাদের একটা সুবিধা দিয়েছে Mybl/eselfcare এ লগ ইন করলে প্রতিদিন ২৫ এম বি করে ফ্রি তে দেই।
>
>এতে আমাদের মত স্বল্প নেট ইউজারদের মোটামুটি ভালোই চলে।
>
>তবে আমাদেরকে প্রতিদিন গুগলে সার্চ করে ইসেল্ফকেয়ারে লগ ইন করতে হয়।
>
>এতে আমাদের অনেক টাইম লস হয়।
>
>তাই জাভা ইউজারদের জন্য একটা অ্যাপ বানিয়েছি।
>
>যেইটাকে আপনারা বলতে পারেন Mybl Lite ।
>
>তাহলে দেরি না করে ডাউনলোড করে ফেলুন নিচের লিংক থেকে।
Download The App
2 years ago (January 23, 2021)
|
392 Views
|
এখন তো ফ্রি এমবি দেয় না,,,
আর Eselfcare এর ওয়েবসাইট বুকমার্ক করে রাখলেই তো হয়,,, অ্যাপ এর দরকার কি?