بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>আজকে আমি নিয়ে এসেছি অসাধারন একটি জাভা বাজনা বাজানোর গেম।এই গেমে আপনি আপনার কেরেক্টার চুস ও নিজের ইচ্ছামতো গিটারের কালার চুস করতে পারবেন।
>গেমটিতে খুবই অসাধারান বাজনা সেট করা হয়েছে তাই গেমটি অস্থির।
>
গেমটির নাম = Guiter Hero>
গেমটি যেভাবে চালু করবেন ও খেলবেন~>প্রথমে গেমটি ওপেন করলে নিচের মতো আসবে।এখানে আপনি উপরে English সিলেক্ট করুন এটি আপনার গেমের ভাষা

তার পর এমন ভাষা সিলেক্ট অপসন আসবে।এটি কেন দিলো জানিনা কারন এই গেম সাউন্ড অফ করলে কোনো মজাই থাকবেনা।কাজেই সাউন্ড অন করতে ভুলবেন না।

সাউন্ড সিলেক্ট করার পর আসবে হোম পেজ এখান থেকে আপনার গেমে ঢুকতে হবে

তারপর আপনার সিলেক্ট করতে হবে ম্যাচ।এখানে তিনটি ম্যচ আছে উপরের টা সহজ মাঝের টা মেডিঅম এবং শেষেরটা কঠিন।যার যেমন ইচ্চা সিলেক্ট করে খেলবেন।

তারপর গেম শুরু হবে।শুরু হওয়ার আগে আপনার গিটারের কালার সিলেক্ট করতে হবে গেম শুরু হলে 1 2 3 বাট ন চেপে গেমটি খেলতে হবে।

গেমটি ভালো লাগলে ডাউনলোড করেনিন
ডাউনলোড করুন>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (January 14, 2021)
|
217 Views
|
Start end এই কোড গুলো কিভাবে ইউজ করতে হয় তা দেখানো হয়েছে।
আপনারা দেখছি এই কোডগুলোও কপি করা শুরু করছেন।
আমি একটা সমস্যা তে পোষ্ট এর শেষে কিভাবে ট্যাগ দিবো ? দয়া করে কেউ বলেন।
আমি এভাবে দিচ্ছি :
অসাধারণ, একটি, গেম, সবার, ভালো, লাগবে,
Post Korar Somoi Dekhben Likha Ase “Tage” Sekhan Theke Den