بسم الله الرحمن الرحيم
আস্সালা মোআলাইকুম প্রিয় পাঠকগন আসা করি ভালো আছেন।
>আমিও ভালো আছি আপনাদের দোয়াই।
>
>>
কিস্তি আমাদের সমাজে একটি পচলিত
শব্দ।
>
>আজ আমি তা নিয়েই আলোচনা করব।তাই পোরোটা পোষ্ট মন দিয়ে পড়বেন>
> বাংলাদেশের অনেক গ্রাম ও শহরে
অনেক কোম্পানি রয়েছে যারা
কিস্তিতে মানুষের কাছে তাদের পণ্য
ক্রয়-বিক্রয় করে থাকেন।
>
>
আবার অনেক কোম্পানি আছে যারা
কিস্তিতে জায়গা ও বাড়ি ক্রয়-বিক্রয় করে
থাকে।
> টাকা পরিশোধের ব্যাপারে শর্ত
থাকে যে, এককালীন পরিশোধ
করলে কিছুটা কম আর কিস্তিতে
পরিশোধ করলে কিছুটা বেশি পরিশোধ
করতে হয়।
>
এখন প্রশ্ন হলো,
কিস্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা কি সুদ
হবে?>
> এ জাতীয় ক্রয়-বিক্রয় কি
ইসলামে জায়েয আছে?
>
>
উত্তর : কিস্তিতে ক্রয়-বিক্রয় করলে
নগদের চেয়ে বেশি মূল্য নেয়া
জায়েয। তবে কিস্তির বিক্রির
ক্ষেত্রে নিম্নোক্ত শর্তের প্রতি
লক্ষ্য রাখতে হবে –
>
>
*১. পণ্যের মূল্য ও আদায়ের তারিখ
সুনির্দিষ্ট হতে হবে।
>
>
*২. চুক্তির সময় পণ্যের মূল্য চূড়ান্ত
হওয়ার পর কিস্তি আদায়ে বিলম্ব বা
পণ্যের দাম বেড়ে যাওয়া ইত্যাদি
কারণে নতুন করে দাম বাড়ানো যাবে
না।
>
>
*৩. কিস্তি আদায়ের জন্য পণ্য আটকে
রাখা যাবে না; বরং চুক্তির পরই পণ্য
ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে।
>
>মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী জিদ্দা
৭/২/৩২-৩৬;
> বাইউত তাকসীত ওয়া
আহকামুহু, সুলাইমান আততুরকী পৃষ্ঠা :
২২৮;
> বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা,
আল্লামা তাকী উসমানী ১/৭
>
>
>
আসা করি বুঝতে পেরেছেন
>
>
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
~
3 months ago (January 19, 2021)
|
51 Views
|