بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আমাদের অভিমান,
অনুরাগ সমস্তই জমা হয়
প্রিয়জনের নামে।
>
>সম্পর্কে প্রাধান্য
বেশি থাকে বলে ভুল
বোঝাবুঝির ভয়টাও
থাকে বেশি।
>
>বিশেষ করে দুইজন দুই
জায়গায় থাকলে ভুল
বোঝাবুঝির
মাত্রাটা যেন
বেড়ে যায়।
>
>সম্পর্ক থাকলে
সেখানে মান
অভিমান, কথা
কাটাকাটি হবেই।
>
>সময়ের সঙ্গে সঙ্গে
আবার তা মিটেও
যাবে।
>
>কিন্তু
প্রতিটা সম্পর্কের
ক্ষেত্রে একটা
ব্যাপার খুব বেশি
দেখা যায়।
>
>তা হল ভুল
বোঝাবুঝি।
>
>স্বভাবগতভাবেই একজন
ব্যক্তি অন্যজনের
থেকে আলাদা।
>
>সবার
চিন্তা-চেতনাও
আলাদা হয়।
>
>সামাজিকতার
খাতিরেই দুজন মানুষ
একই বন্ধনে বাঁধা পড়ে
একসঙ্গে পথচলা শুরু
করেন।
>
>এই সম্পর্কে
থাকাকালীন দুজনের
মধ্যে মত,
চিন্তাধারা নাও
মিলতে পারে।
>
>এর
ফলে অনেক সময় ভুল
বোঝাবুঝিরও সৃষ্টি
হতে পারে।
>
>কাছে থাকলে
একটুখানি ঠোঁটের
হাসিতে, চোখের
চাহনিতে যে কথা
বোঝানো যায়, দূরে
থাকলে তা অনেকটাই
অসম্ভব হয়ে পড়ে।
>
>আর
তাইতো একটি
ইতিবাচক বিষয়ও
নেতিবাচক হতে সময়
লাগে না।
>
>কিন্তু এই
ভুল বোঝাবুঝিকে
বাড়তে দিলেই
মুশকিল।
>
>সেখান
থেকে জন্ম নিতে
পারে আরো বড়
দূরত্বের।
>
>সম্পর্কে ভুল
বোঝাবুঝি যেমন
থাকবে, তেমনি
থাকবে তাকে দূর
করার প্রচেষ্টাও।
>
>আর
সেক্ষেত্রে যত্নশীল
হতে হবে উভয়পক্ষকেই।
>
>সম্পর্কে একটু আধটু ঝগড়া
হতেই পারে।
>
>তাই
বলে একে অপরকে এই
নিয়ে দোষাদোষী
করলে দুজনের মনেই
বিরূপ ধারণার জন্ম
হবে।
>
>এতে করে ভুল
বোঝাবুঝির
পরিমাণও বেড়ে
যাবে এবং সম্পর্কে
ফাটল ধরার সম্ভাবনা
থাকবে।
>
>সম্পর্ক
টিকিয়ে রাখতে
তাই কখনই একে অপরকে
দোষারোপ করবেন
না।
>
>সঙ্গী যখন কোনো
কথা বলেন সেটা
যতোই তুচ্ছ হোক না
কেন তা মনোযোগ
সহকারে শোনা
উচিৎ।
>
>নতুবা সম্পর্কে
ভুল বোঝাবুঝি বৃদ্ধি
পেয়ে যাবে।
>
>আপনার
সঙ্গী আপনাকে
কোনো কথা বলতে
চাচ্ছেন সেটা
আপনার কাছে খুব
গুরুত্বপূর্ণ না হলেও হতে
পারে তার কাছে
অনেক গুরুত্বপূর্ণ।
>
>তাই
সঙ্গীর কথা একটু গুরুত্ব
দিয়ে শুনুন।
>
>পরস্পরকে সময় দেয়া।
>
>যখন দূরে থেকে আর
সমস্যার সমাধান করা
কোনোভাবেই সম্ভব
হবে না তখন
কাছাকাছি হওয়ার
চেষ্টা করুন।
>
>একটি
দিন বা অন্তত একটি
বিকেল পরস্পরকে সময়
দিন।
>
>প্রিয় মানুষের
চোখের দিকে
তাকালে আর কোনো
মিথ্যাই পাত্তা
পাবে না।
>
>ভুল
বোঝাবুঝি দূর হয়ে
প্রতিষ্ঠা হবে
ভালোবাসার।
>
>অনুমানের উপর ভিত্তি
করে কোনো বিষয়ে
জোর দিয়ে কথা না
বলাই ভালো।
>
>এতে ভুল
বোঝাবুঝি হওয়ার
আশঙ্কা কমে যায়।
>
>অনুমিত বিষয়টি অসত্যও
হতে পারে।
>
>তাই
বিষয়টি নিয়ে
সঙ্গীর সঙ্গে কথা বলে
পরিষ্কার হওয়াই
ভালো।
>
>মানুষ দুজন,
তাই মতামতও দুটোই
আসবে।
>
>দুজনকেই বুঝতে
হবে আপনার সঙ্গী
স্বতন্ত্র মানুষ, তাই
তার ধারণাটাও
আলাদা।
>
>তার মানে
এই নয় যে সঙ্গীর
মতামত বা
সিদ্ধান্তটা ভুল।
>
>আপনাকে বিষয়টি
সঙ্গীর দৃষ্টিকোণ
থেকে বিবেচনা
করতে হবে।
>
>মানুষ যখন
কোনো সিদ্ধান্ত
নিতে যায় তখন
সেখানে আবেগ চলে
আসে।
>
>এ কারণে
তাৎক্ষণিক কোনো
সিদ্ধান্ত নেওয়ার
সময় দুজনের আবেগকে
প্রাধান্য দিয়ে
আলোচনা করতে হবে।
>
>পরবর্তীতে যেন আর
কোনো ভুল
বোঝাবুঝি না হয়
সেজন্য সম্ভব হলে
বিষয়টি নিয়ে আর
আলোচনা করবেন না।
>
>একসঙ্গে
পথচলার ফলে একে
অন্যের ভালো-মন্দের
ও সক্ষমতা-দুর্বলতার
দিকগুলো জানা হয়ে
যায়।
>
>সঙ্গীর ভালো
গুণগুলো সব সময় মাথায়
রাখতে হবে।
>
>সবসময়
সঙ্গীর ভুলত্রুটি
ধরিয়ে দেওয়ার ফলে
ভুল বোঝাবুঝি হয়।
>
>এ
কারণে সঙ্গীর দুর্বল
দিকগুলোর
সমালোচনা না করে
তার ভালো গুণগুলোর
প্রশংসা করতে হবে।
>
>ভুল
বোঝাবুঝি হলে
আলোচনার মাধ্যমে
বিষয়টির সমাধান
করতে হবে।
>
>ভুলটা
তার, সমাধানের জন্য
আমি কেন আগ বাড়িয়ে
যাবো- এ ধরনের
অহমিকা ত্যাগ করুন।
>
>দুজনই চুপ থাকলে
বিষয়টি আরো
ঘোলাটে হবে।
>
>এ
কারণে নিজেই
বিষয়টি নিয়ে
আলোচনার জন্য
এগিয়ে গিয়ে
সঙ্গীকে অবাক করে
দিন।
>
>কোনো রকম
দোষারোপ না করে
ঠান্ডা মাথায়
আলোচনা করুন।
>
>এগুলো বিষয় মাথায় থাকলে সম্পর্কে আর ভুল বোঝাবুঝি হবেনা।
>
>তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
tnx