প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
বর্তমানে Survey করে আয় করার অনেক সুযোগ রয়েছে । ইন্টারনেটে অনেক সাইট রয়েছে যারা Survey করার জন্য কয়েক ডলার থেকে হাজার হাজার ডলার দিয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই হলো Scam আর ভুল তথ্যে পরিপূর্ণ।
এইসব সাইট থেকে সেরা কিছু সাইটের তথ্য নিয়ে আজকের পোষ্ট । Global Test Marketসার্ভে জগতে অনেক বড় একটি Market Research Farm হচ্ছে Global Test Market । প্রায় ১৪ বছরের বেশি বয়সের যে কেউ এখানে Account খুলে আয় করতে পারবে । এখানে আপনি চেকের মাধ্যমে Cash Out নিতে পারবেন । এখানে আপনাকে Market Point হিসেবে Cash Out দেয়া হবে । বর্তমানে এক Market Point এর দাম 0.05$ । ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি প্যানেল অ্যাকাউন্ট খোলার পর সাধারণ কিছু প্রশ্নের জবাব দিতে হবে । যদি তারা আপনার দেয়া তথ্যের উপর সন্তুষ্ট হয়, তাহলে প্রত্যেক মাসে তারা আপনাকে দুটো করতে Survey দেবে । প্রত্যেকটি Surveyর জন্য আপনাকে 70$ থেকে 100$ দেয়া হবে । মাঝে মাঝে পুরষ্কারের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি প্যানেল বিভিন্ন Designer T-shirt দেয় ।
Your Voice PanelYour Voice Panel হচ্ছে Survey জগতের সেরা Opinion Panel, যেখানে Survey করার জন্য টাকা দেয়া হয় । সাইটটি এশিয়ার দেশ নিয়ে কাজ করে । তারা প্রত্যেকটি Survey করার জন্য 30$ থেকে 50$ পর্যন্ত দিয়ে থাকে ।
SurveySavvySurveySavvy মূলত অন্য ওয়েবের মতো নয় । তারা আপনাকে প্রত্যেকটি Survey জন্য 3$ দেবে ও রেফার করার জন্য পাবেন 2$ । যদি নিয়মিত কাজ করে আয় করতে চান, তবে ওয়েবটি ভালো হবে ।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
14 Like |
Mar 5, 2021 | 2 Comments | 156 Views
Jan 30, 2021 | No Comments | 236 Views
Jan 22, 2021 | 1 Comment | 393 Views
Jan 21, 2021 | 5 Comments | 224 Views