بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>দেশের ৩টি মোবাইল অপারেটরের মধ্যে তরঙ্গ নিলাম নিয়ে লড়াই শেষ সময়ে এসে জমে উঠেছে।
>
>ঢাকার একটি হোটেলে এ নিলামের আয়োজন করা হয়।
>
>প্রতিষ্ঠানগুলো গ্রামীণফোন, রবি ও টেলিটক।
>
>গ্রামীণফোন, রবি ও টেলিটক।
>
>জানা গেছে, তরঙ্গ নিলামে তুলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
>
>২২.৪ মেগাহার্জ বরাদ্দ শেষে ৫ মেগাহার্জ নিয়ে ১২টি রাউন্ড হয়েছে।
>
>২ কোটি ৭০ লাখে শুরু হয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি মার্কিন ডলার।
>
>এ নিলামে মোট ৪টি মোবাইল অপারেটর অংশ নেয়, যার মধ্যে ছিল বাংলালিংকও।
>
>এতে প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তারা ছাড়াও ডাক ও টেলিযোগাযাগমন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
>
>এদিন ১৮০০ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ নিয়ে নিলাম শুরু হয়।
>
>এ ব্যান্ডের মধ্যে ৪ দশমিক ৪ মেগাহার্জ তরঙ্গ কিনে নেয় বাংলালিংক,
>
>২ দশমিক ৬ রবি ও ৩ দশমিক ৪ গ্রামীণফোন।
>
>ফলে আগেরটা নিয়ে প্রতিষ্ঠান ৩টির প্রত্যেকের তরঙ্গ দাঁড়ায় ২০ মেগাহার্জ।
>
>এ নিলামে অংশ না নেয়ায় টেলিটকের তরঙ্গ পড়ে যায় ১০ মেগাহার্জে।
>
>প্রতি মেগাহার্জের দাম পড়েছে ৩ কোটি ১০ লাখ ডলার।
>
>ফলে মোট ৭ দশমিক ৪ মেগাহার্জ বরাদ্দে ৮৫ টাকা ডলার আয় করেছে সরকার।
>
>যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৫০ কোটি টাকা।
>
>নিয়ম অনুযায়ী, ২৫ শতাংশ টাকা দিয়ে তরঙ্গ বরাদ্দ নিতে হয় অপারেটরগুলোর।
>
>বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার কথা।
>
>দ্বিতীয় ধাপে ২১০০ ব্যান্ডের তরঙ্গ নিলামে উঠলে ৫ মেগাহার্জ করে নেয় গ্রামীণফোন,
>
>রবি ও বাংলালিংক।
>
>এতে প্রতি মেগাহার্জের দাম পড়ে ২ কোটি ৯০ লাখ ডলার।
>
>পরে শেষ ৫ মেগাহার্জ নিয়ে গ্রামীণফোন, রবি ও টেলিটকের মধ্যে লড়াই শুরু হয়।
>
>তবে অংশ নেয়নি বাংলালিংক।
>
>প্রসঙ্গত, গত জানুয়ারিতে প্রকাশিত স্পিডটেস্ট এবারের গ্লোবাল ইনডেক্সের বরাত দিয়ে গতকাল শনিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়।
>
>তাতে বলা হয়, মোবাইল ইন্টারনেটের গতিতে ইথিওপিয়া ও সোমালিয়ার চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশের।
>
>দক্ষিণ এশিয়ায় এদেশের পেছনে আছে কেবল আফগানিস্তান।
>
>তাই ইন্টারনেট স্পিড আরও বাড়াতে হবে।
>
>তো এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
1 year ago (March 9, 2021)
|
143 Views
|