بسم الله الرحمن الرحيم
বিকাশ ইতিমধ্যে চালু
করে রেখেছে Bkash
Live Chat Support.
বিভিন্ন বড় বড়
কোম্পানি তাদের
কাস্টমারদের কে
সর্বাধিক সাপোর্ট
দেয়ার লক্ষ্যে লাইভ
চ্যাট চালু করে
Bkash Live Chat Support
এর মাধ্যমে আপনি
বিকাশ সংক্রান্ত
যেকোন সমস্যার
সমাধান বিকাশ
কাস্টমার
প্রতিনিধির সাথে
লাইভে কথা বলার
মাধ্যমে নিতে
পারেন।
এছাড়াও বিকাশ
সংক্রান্ত এরকম অনেক
টপিক রয়েছে যে সমস্ত
টপিকগুলো একজন
ব্যবহারকারী
হিসেবে আপনার
জানা বাঞ্ছনীয় আর
সেগুলো আপনি লাইভ
চ্যাট করার মাধ্যমে
জানতে পারবেন।
পোস্টের
ভিতরে
যা
থাকছে
1.Bkash Live Chat
Support কেন
প্রয়োজন?
1.1.কিভাবে
বিকাশ লাইভ
চ্যাট এ কানেক্ট
হবেন?
Bkash Live Chat
Support কেন
প্রয়োজন?
বিকাশ লাইভ চ্যাট
সাপোর্ট নেয়ার
প্রধান কারণ হলো
আপনি চাইলে লাইভ
চ্যাট করার মাধ্যমে
কোনো রকমের চার্জ
ছাড়াই বিকাশ
সংক্রান্ত বিভিন্ন তথ্য
জেনে নিতে
পারবেন।
অর্থাৎ বিকাশের যে
হেল্পলাইন নাম্বার
রয়েছে সেই
হেল্পলাইন নাম্বারে
আপনি যদি কল করেন;
তাহলে নির্দিষ্ট
সময়ের জন্য খুব বেশি
পরিমাণে টাকা
চার্জ করা হয়; এছাড়াও
খুবই ব্যয়বহুল বটে।
এবং আপনি যদি
বিকাশ লাইভ চ্যাট এর
মাধ্যমে ওই একই
কাজটি করেন অর্থাৎ
কাস্টমার
প্রতিনিধির সাথে
কথা বলেন; তাহলে
একদম বিনামূল্যে
আপনার পছন্দমত যে
কোন টপিক নিয়ে
ইচ্ছামত আলোচনা
করতে পারেন।
এছাড়াও বিকাশ লাইভ
চ্যাট করার মাধ্যমে
আপনি চাইলে আপনার
বিকাশ একাউন্ট
সংক্রান্ত বিভিন্ন
রকমের অ্যাটাচমেন্ট
তাদেরকে শেয়ার
করতে পারবেন; যা
আপনি ফোনে কথা
বলার মাধ্যমে শেয়ার
করতে ব্যর্থ।
আর তাই এরকম
সুবিধাগুলো কে একদম
ফ্রিতে কালেক্ট করে
নেয়ার জন্য আপনি
চাইলে বিকাশ লাইভ
চ্যাট সাপোর্ট এর
সাথে কানেক্টেড
হতে পারেন এবং
আপনার সমস্যা গুলোর
কথা বলতে পারেন।
কিভাবে
বিকাশ লাইভ
চ্যাট এ
কানেক্ট
হবেন?
আপনি যদি Bkash Live
Chat Support এর সাথে
কানেক্টেড হতে চান;
তাহলে আপনাকে
প্রথমে বিকাশ লাইভ
চ্যাট করার যে লিংক
রয়েছে সেই লিংকে
ভিজিট করতে হবে।
Chat now
যখনই আপনি উপরে
উল্লেখিত লিংকে
ভিজিট করবেন তখন
আপনি এই পেজটিতে
কিছু সময় অপেক্ষা করুন।
কারণ লাইভ চ্যাট
করার যে বাটন
রয়েছে সেটি visible
হতে কিছু সময় লাগে।
যখনই লাইভ চ্যাট
বাটনটি ভিজিবল হয়ে
যাবে, তখন এখানে
আপনি নতুন আরেকটি
অপশন দেখতে পারবেন
অর্থাৎ “ক্লিক করে
লাইভ চ্যাট করুন”
নামের যে বাটন
রয়েছে তার উপরে
ক্লিক করতে পারবেন।
Bkash Live Chat Support
এবং যখনই আপনি লাইভ
চাট বাটনটির উপরে
ক্লিক করে দিবেন;
তখনই এই পেইজটি
আপনাকে অন্য আরেকটি
পেইজ এ রিডাইরেক্ট
করে নিবে। যেখানে
আপনি বিকাশ
কাস্টমার
প্রতিনিধির সাথে
কথা বলতে পারবেন।
এই অপশনটির উপরে
ক্লিক করার পরে
আপনাকে কিছু সময়
অপেক্ষা করতে হবে
যতক্ষণ না একজন
কাস্টমার প্রতিনিধি
আপনার সাথে কানেক্ট
হয়ে যায়। যদি কেউ
আপনার সাথে কানেক্ট
হয়; তাহলে ওই ব্যক্তির
নাম উপরে দেখতে
পারবেন।
Bkash Live Chat Support
এবং কোন একজন
কাস্টমার প্রতিনিধি
আপনার সাথে
কানেক্টেড হয়ে
যাওয়ার পরেই আপনি
ওই ব্যক্তিকে মেসেজ
দিতে পারবেন এবং
বিকাশ সংক্রান্ত
যেকোন সমস্যার কথা
বলতে পারবেন।
এছাড়াও আপনি যদি
তাদেরকে বিকাশ
সংক্রান্ত একটি
স্ক্রিনশট কিংবা
অ্যাটাচমেন্ট শেয়ার
করতে চান; তাহলে এই
স্ক্রিনশট শেয়ার করার
জন্য চাট বক্স এর বাম
পাশের একটি আইকন এ
ক্লিক করুন।
এবং এই আইকনের উপর
ক্লিক করার পরে
আপনাকে আপনার
নির্দিষ্ট ডিভাইসের
স্টোরেজ এক্সেস
নেয়ার কথা বলবে।
যখনই আপনি স্টোরেজ
এক্সেস করে দিবেন;
তখনই অটোমেটিকলি
আপনার গ্যালারিতে
রি-ডাইরেক্ট করে
নিয়ে যাবে।
এবং যখনই
গ্যালারিতে re-
ডাইরেক্ট করে নিবে;
তখনই আপনি বিকাশ
সংক্রান্ত বিভিন্ন
স্ক্রিনশট এখানে
শেয়ার করতে পারবেন
এবং সহজেই সমাধান
নিতে পারবেন।
আর এভাবেই আপনি খুব
সহজে বিকাশ লাইভ
সাপোর্ট এর সাথে
কানেক্টেড হতে
পারবেন এবং
বিকাশের সাথে
লাইন সাথে কথা
বলতে পারবেন।
1 year ago (January 30, 2021)
|
155 Views
|
সুন্দর হইছে তবে লেখার মধ্যে স্পেস গুলো ঠিক ভাবে হয় নাই আর পোস্ট গুলো সাজিয়ে লিখলে আরো ভালো হতো।