بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>আমরা অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করে থাকি।
>
>কিন্তু আমরা জানি না যে অনেক স্মার্টফোন ছিল যেগুলো আগে এক নম্বর পজিশনে ছিল কিন্তু বর্তমানে সেগুলো মার্কেট থেকে প্রায় চলে গেছে।
>
>তেমনি একটি জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি হচ্ছে হুয়াওয়ে।
>
>এই কোম্পানিটি বর্তমানে গুগল থেকে অফ করে দেওয়া হয়েছে।
>
>এই কোম্পানির ফোনের গুগলের অনেক অ্যাপ কাজ করে না।
>
>আসুন জেনে নিই কিভাবে এই কোম্পানিটির ধ্বস নেমেছে বাজারে।
>
>তো দেরি না করে শুরু করা যাক আজকের পোস্ট।
>
>বিশ্বের
শীর্ষস্থানীয়
টেলিকম নেটওয়ার্ক
সরঞ্জাম নির্মাতা
হুয়াওয়ে।
>
>শুধু তাই নয়,
গত বছরের শুরুর দিকে
শীর্ষ স্মার্টফোন
নির্মাতার তকমাটিও
দখলে নেয়
প্রতিষ্ঠানটি।
>
>তবে
চীন-যুক্তরাষ্ট্র
বাণিজ্য বিরোধের
জেরে তীব্র চাপের
মুখে রয়েছে
হুয়াওয়ে।
>
>অনেকটাই
স্থবির হয়ে পড়েছে
প্রবৃদ্ধি।
>
>মার্কিন
নিষেধাজ্ঞার কবলে
পড়ে প্রতিষ্ঠানটির
নিজস্ব ডিভাইস
উৎপাদন কার্যক্রমও
ব্যাহত হচ্ছে।
>
>যুক্তরাষ্ট্রের কালো
তালিকাভুক্ত হওয়ায়
প্রয়োজনীয় চিপ ও
প্রযুক্তি সংকটে
রয়েছে
প্রতিষ্ঠানটি।
>
>এ
পরিস্থিতিতে
অনেকটা নীরবে
বিশ্বের কিছু বাজার
থেকে ডিভাইস
ব্যবসা গুটিয়ে নিতে
শুরু করেছে হুয়াওয়ে।
>
>শুরুতে সাব-ব্র্যান্ড
অনার স্মার্টফোন
ব্যবসা বিভাগের
আংশিক বিক্রির
ইচ্ছে প্রকাশ করলেও
সবশেষ পুরো
বিভাগটিই বেচে
দেয় প্রতিষ্ঠানটি।
>
>২০১৩ সালে হুয়াওয়ের
সাশ্রয়ী সাব-ব্র্যান্ড
হিসেবে অনার
ব্র্যান্ডের যাত্রা
শুরু।
>
>তবে অনার বিভাগ
সম্পূর্ণ স্বাধীনভাবে
পরিচালিত হয়ে
আসছে।
>
>বৈশ্বিক
স্মার্টফোন বাজারে
শাওমি, অপ্পো ও
ভিভোর মতো
ব্র্যান্ডগুলোর তীব্র
প্রতিযোগী ছিল
অনার।
>
>হুয়াওয়ে অনার
ব্র্যান্ডের আওতায়
দক্ষিণ এশিয়া ও
ইউরোপসহ আরো কিছু
বাজারে তুলনামূলক
সাশ্রয়ী ফোন
সরবরাহ করে এসেছে।
>
>ট্রেন্ডফোর্সের
প্রতিবেদন বলছে,
চলতি বছর বৈশ্বিক
স্মার্টফোন
বাজারের ৮০ শতাংশ
দখলে নিয়ে শীর্ষ
পাঁচে আছে
স্যামসাং, অ্যাপল,
শাওমি, অপো ও
ভিভো।
>
>মার্কিন
রফতানি
নিষেধাজ্ঞায় পড়ে
নিজেদের ডিভাইস
উৎপাদনের সরঞ্জাম
সংকটে পড়েছে
হুয়াওয়ে।
>
>বাধ্য হয়ে
সাশ্রয়ী স্মার্টফোন
উৎপাদনের সাব-
বিভাগ ‘অনার’ বিক্রি
করে দেয়
প্রতিষ্ঠানটি।
>
>এর
ফলে সাশ্রয়ী
স্মার্টফোন বাজারে
আধিপত্য হারাচ্ছে
হুয়াওয়ে।
>
>কোভিড-১৯
মহামারির নতুন
বাস্তবতায় মানিয়ে
নিতে তথ্যপ্রযুক্তি
নির্ভরতা বেড়েছে।
>
>রিমোট ওয়ার্ক এবং
অনলাইন শিক্ষার
কারণে মোবাইল
ডিভাইসের চাহিদা
বাড়ছে।
>
>যে কারণে
চলতি বছর বৈশ্বিক
স্মার্টফোন
বাজারের আগের
অবস্থায় ফেরার
প্রত্যাশা করা হচ্ছে।
>
>চলতি বছর বৈশ্বিক
স্মার্টফোন উৎপাদন ৯
শতাংশ বেড়ে ১৩৬
কোটি ইউনিটে
পৌঁছার আশা করা
হচ্ছে।
>
>গত বছর
স্মার্টফোন উৎপাদন
হয়েছিল ১শ’ ২৫
কোটি ইউনিট।
>
>আশা করা যায় যে আবার হুয়াওয়ে তার আগের জায়গাই ফেরত যাবে হুয়াওয়ে।
>
>তো এই ছিল বিস্তারিত।
>
>ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
3 months ago (February 1, 2021)
|
47 Views
|
good