প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
নিয়মকানুন হালনাগাদ শর্তে যেসব ব্যবহারকারী সম্মতি দেবেন না, প্রথমে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে হোয়াটসঅ্যাপ । এর পর একপর্যায়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ।
জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ তার হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে । এসব শর্তে ব্যবহারকারীর সম্মতি জানানোর জন্য তারা ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ।
এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না দেন, তবে তিনি বার্তা পাঠাতে পারবেন না । আবার বার্তা গ্রহণও করতে পারবেন না । নির্ধারিত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ‘নিষ্ক্রিয়’ হিসেবে তালিকাভুক্ত করা হবে । আর ৪ মাস পর ‘নিষ্ক্রিয়’ অ্যাকাউন্ট মুছে ফেলা হবে ।
১৫ মের মধ্যে নতুন শর্তে সম্মতি না জানানোয় ব্যবহারকারীরা আরও কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে কল করা ও গ্রহণ করতে পারবেন । তবে তা বেশি সময়ের জন্য নয় ।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
10 Like |
Mar 19, 2021 | No Comments | 380 Views
Mar 11, 2021 | No Comments | 147 Views
Mar 9, 2021 | No Comments | 202 Views
Mar 8, 2021 | No Comments | 222 Views