بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsTrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
>
>ডাক ও
টেলিযোগাযোগ
মন্ত্রী মোস্তাফা
জব্বার বলেছেন,
বাংলাদেশ ২০২১
সালের মধ্যে
বাংলাদেশ ৫জি
চালু করতে যাচ্ছে।
>
>আর
এ বছরেই সারা দেশ
৪জি নেটওয়ার্কের
কাভারেজে যাচ্ছে।
>
>শনিবার (২৭
ফেব্রুয়ারি) চতুর্থ
শিল্প বিপ্লব
বাংলাদেশ
প্রেক্ষাপট শীর্ষক
সেমিনারে
অনলাইনে যুক্ত হয়ে
তিনি এসব কথা বলেন।
>
>ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন,
বাংলাদেশের
(আইইবি) উদ্যোগে এ
সেমিনার অনুষ্ঠিত
হয়।
>
>এতে মূল প্রবন্ধ উপস্থাপন
করেন কানাডিয়ান
ইউনিভার্সিটি অফ
বাংলাদেশের
উপাচার্য অধ্যাপক
প্রকৌশলী ড. মুহাম্মদ
মাহফুজুল ইসলাম।
>
>সভাপতিত্ব করেন
আইইবির প্রেসিডেন্ট
প্রকৌশলী মো. নূরুল
হুদা।
>
>এ সময় প্রধান অতিথির
বক্তব্যে মোস্তাফা
জব্বার বলেন, ২৩
সালে আসছে তৃতীয়
সাবমেরিন ক্যাবল।
>
>২১ সালেই হাওড়-
বিল-চর পার্বত্য অঞ্চল
ক্যাবল/স্যাটেলাইট
সংযোগের আওতায়
চলে আসবে।
>
>চতুর্থ শিল্প
বিপ্লব অথবা তার
পরের সময়ের জন্য
ডিজিটাল সংযুক্তির
জন্য যতটুকু প্রস্তুতির
দরকার আমরা তা শেষ
করেছি,
>
>এক্ষেত্রে যে
সব ত্রুটি আছে তা
চলতি বছরের মধ্যে দূর
হয়ে যাবে বলে
আশ্বাস দেন তিনি।
>
>আমাদের ডিজিটাল
বাংলাদেশ কর্মসূচি
কেবল চতুর্থ শিল্প
বিপ্লবেই সীমিত নয়
মন্তব্য করেন ডাক ও
টেলিযোগাযোগ
মন্ত্রী বলেন, ৭৩
সালে আন্তর্জাতিক
টেলিকমিউনিকেশন্স
ইউনিয়ন ও ইউপিইউর
সদস্যপদ অর্জন এবং ৭৫ এর
১৪ জুন বেতবুনিয়ায়
উপগ্রহ ভূ-কেন্দ্র
প্রতিষ্ঠার মধ্যদিয়ে
জাতির পিতা
ডিজিটালাইজেশনের
বীজ বপণ করে গেছেন।
>
>শিক্ষার ডিজিটাল
রূপান্তরের
প্রয়োজনীয়তার কথা
উল্লেখ করেন
মোস্তাফা জব্বার
বলেন, প্রাথমিক স্তর
থেকে দ্বাদশ শ্রেণি
পর্যন্ত প্রযুক্তিশিক্ষা
বাধ্যতামূলক করতে
হবে।
>
>আমাদের তরুণ
প্রজন্ম খুবই মেধাবী
তাদের আগামী
দিনের সম্পদে পরিণত
করতে হবে।
>
>বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ সম্পদ
প্রতিমন্ত্রী নসরুল
হামিদ বলেন, চতুর্থ
শিল্প বিপ্লবের জন্য
নিরবচ্ছিন্ন বিদুৎ
সরবরাহের গুরুত্ব
অনেক।
>
>আমরা
ইতোমধ্যে সেই
প্রস্তুতি শেষ করতে
পেরেছি।
>
>তথ্য ও যোগোযোগ
প্রযুক্তি বিভাগের
প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক বলেন, চতুর্থ
শিল্প বিপ্লবের জন্য
দক্ষ জনসম্পদ জরুরি।
>
>এ
লক্ষ্যে ৩৯টি হাইটেক
পার্ক নির্মাণসহ
যুগান্তকারী বিভিন্ন
কর্মসূচি গ্রহণ ও
বাস্তবায়ন করা
হচ্ছে।
>
>সেমিনারে
অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের
বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক সম্পাদক ও
আইইবি’র সাবেক
প্রেসিডেন্ট
প্রকৌশলী আবদুস সবুর,
আইইবি’র সাধারণ
সম্পাদক প্রকৌশলী
শাহাদাৎ হোসেন
(শীবলু), পিইঞ্জ,
আইইবি’র ভাইস
প্রেসিডেন্ট
(এইচআরডি) প্রকৌশলী
মো. নূরুজ্জামান। সূত্র : “প্রথম আলো”
>
>ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TipsTrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।
2 months ago (February 28, 2021)
|
17 Views
|